একাদশে ভর্তি: রেজিস্ট্রেশনের সময় বাড়ল এক সপ্তাহ

চলতি বছরের ৮ অক্টোবর একাদশ শ্রেণিতে ক্লাস শুরু হয়েছে শিক্ষার্থীদের।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 Nov 2023, 11:49 AM
Updated : 9 Nov 2023, 11:49 AM

চলতি ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের সময় এক সপ্তাহ বাড়িয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।

গত ২৯ অক্টোবর রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়, যা ১২ নভেম্বর বিকাল ৫টা পর্যন্ত চলার নির্দেশনা ছিল।

বৃহস্পতিবার আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি জানিয়েছে, ২০ নভেম্বর বিকাল ৫টা পর্যন্ত রেজিষ্ট্রেশন কার্যক্রম চলবে।।

চলতি বছরের ৮ অক্টোবর একাদশ শ্রেণিতে ক্লাস শুরু হয়েছে শিক্ষার্থীদের।