এখানে পশুর হাট না বসানোর জন্য এর আগে সংশ্লিষ্টদের আইনি নোটিস পাঠিয়েছেন এই আইনজীবী।
Published : 22 Apr 2024, 08:48 PM
আবাসিক এলাকার পরিবেশ দূষণ বন্ধে কোরবানির ঈদে রাজধানীর আফতাবনগরে পশুর হাট না বসানোর আদেশ চেয়ে রিট আবেদন করেছেন এক আইনজীবী।
সোমবার এ রিট আবেদন করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুছ আলী আকন্দ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “এর আগে জাস্টিস ডিমান্ড নোটিস দিয়েছি। এখন রিট করেছি। আগামী রোববার শুনানি হতে পারে।“
আফতাবনগরে যাতে পশুর হাট বসানো না হয়, সেজন্য গত ৯ এপ্রিল ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনসহ সংশ্লিষ্টদের আইনি নোটিস পাঠিয়েছিলেন এই আইনজীবী।
নোটিসে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ও সচিব, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ও ঢাকা জেলা প্রশাসককে বিবাদী করা হয়েছে।
গত ৪ এপ্রিল ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান সম্পত্তি কর্মকর্তার স্বাক্ষরে সম্পত্তি বিভাগ ঈদের হাটের দরপত্র আহ্বান করে। এতে বলা হয়েছে, ঈদুল আজহার দিনসহ পাঁচদিন কোরবানির পশুর হাট বসানো হবে।
নোটিস পাঠানোর পর ইউনুছ আলী আকন্দ বলেছিলেন, “স্থানটি উত্তর সিটি করপোরেশনের, তাই ওই বিজ্ঞপ্তি অবৈধ। সে কারণে বিজ্ঞপ্তিটির কার্যকারিতা স্থগিত করতে বলা হয়েছে নোটিসে। একই সঙ্গে পরিবেশ দূষণের কারণে এখানে হাট বসানোও ক্ষতিকর বলে নোটিসে উল্লেখ করা হয়েছে।”
নোটিসে বলা হয়, “গরু-ছাগলের হাট বসানোর কারণে আবাসিক এলাকাটির বসবাসের পরিবেশ মারাত্মকভাবে ক্ষতির মুখে পড়ছে। গরু-ছাগলের নানাবিধ বর্জ্যে এলাকাটির পরিবেশ ব্যাপকভাবে দূষিত হয়। এছাড়া প্রধান সড়কটি ও জহিরুল ইসলাম সিটি (আফতাবনগর) ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়, যার পরিপ্রেক্ষিতে সারা বছরেই প্রধান সড়কটিতে খানাখন্দ থাকায় আফতাবনগরে বসবাসরত নাগরিকদের যাতায়াতে ব্যাপক অসুবিধা পোহাতে হয়।”
আরও পড়ুন