বিএনপির ডাকে সারাদেশে ৪৮ ঘণ্টার হরতালের সকালে পুরান ঢাকার সিদ্দিকবাজারে অটোরিকশায় হাতবোমা ছোড়া হয়েছে।
ঢাকা মহানগর পুলিশের লালবাগ বিভাগের উপকমিশনার জাফর হোসেন জানান, রোববার সকাল ৮টার দিকে সিদ্দিক বাজার ওয়ানস্টার হোটেলের সামনের সড়কে এ ঘটনা ঘটে।
“কয়েকজন যুবক গলি থেকে বের হয়ে এসে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। একটি ককটেল অটোরিকশার উপর পড়লে সেটি পুড়ে যায়।”
ওই অটোরিকশায় চালক থাকলেও কোনো যাত্রী ছিল না। এ ঘটনায় কেউ আহত হননি।
খবর পেয়ে ফায়র সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভায় বলে ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা তালহা বিন জসীম জানান।
উপকমিশনার জাফর হোসেন বলেন, তারা সিসি ক্যামেরার ভিডিও দেখে অপরাধীদের শনাক্ত করার চেষ্টা করছেন।
পাঁচ দফা অবরোধের পর দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার প্রতিবাদে সারা দেশে বিএনপির ৪৮ ঘণ্টা হরতাল শুরু হয়েছে রোববার সকালে।
বিএনপি-জামায়াত ও সমমনা দলগুলোর ডাকা হরতাল-অবরোধ কর্মসূচির মধ্যে প্রায় প্রতিদিনই যানবাহনে আগুন দেওয়া হচ্ছে।