বিলম্ব ফি-সহ এসএসসির ফরম পূরণের সময় বাড়ল

ঢাকা শিক্ষা বোর্ড জানিয়েছে, বিলম্ব ফি-সহ ১৯ নভেম্বর পর্যন্ত এসএসসি ফরম পূরণ করতে পারবে শিক্ষার্থীরা।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 Nov 2023, 09:38 AM
Updated : 14 Nov 2023, 09:38 AM

বিলম্ব ফি-সহ ২০২৪ সালের এসএসসি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়িয়েছে ঢাকা শিক্ষা বোর্ড।

মঙ্গলবার ঢাকা শিক্ষা বোর্ড জানিয়েছে, বিলম্ব ফি-সহ ১৯ নভেম্বর পর্যন্ত এসএসসি ফরম পূরণ করতে পারবে শিক্ষার্থীরা। ফি জমা দেয়া যাবে ২০ নভেম্বর পর্যন্ত।

ঢাকা শিক্ষা বোর্ডের অধীনস্ত এসএসসি পর্যায়ের সব শিক্ষা প্রতিষ্ঠানে এ নির্দেশনা পাঠানো হয়েছে।

আগামী বছরের এসএসসি পরীক্ষার জন্য গত ৩০ অক্টোবর ফরম পূরণ শুরু হয়। বিলম্ব ফি ছাড়া ফরম পূরণের সময় ছিল ৮ নভেম্বর পর্যন্ত। আর ১০০ টাকা বিলম্ব ফি দিয়ে ফরম পূরণের সময় ছিল ৯ থেকে ১৩ নভেম্বর পর্যন্ত।

২০২৪ সালের ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে এসএসসি ও সমমান পরীক্ষার শুরুর কথা রয়েছে।