‘ঘুষ নেওয়ার’ ভিডিও: রাণীশংকৈল ভূমি অফিসের সেই নাজির বরখাস্ত

সামাজিক যোগাযোগ মাধ্যমসহ সংবাদ মাধ্যমে ওই নাজিরের ঘুষ নেওয়ার একটি ভিডিও প্রকাশ হলে তা মন্ত্রণালয়ের নজরে আসে।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 Sept 2022, 11:59 AM
Updated : 25 Sept 2022, 11:59 AM

ঘুষ নেওয়ার অভিযোগে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা ভূমি অফিসের নাজির শাকিব উদ্দীনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

ভূমি মন্ত্রণালয় তাকে বরখাস্তের পর জেলা প্রশাসককে তদন্ত করে পরবর্তী ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে বলে রোববার মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এতে বলা হয়, সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন সংবাদ মাধ্যমে নামজারি করতে আসা এক ব্যক্তির কাছ থেকে রাণীশংকৈল উপজেলা ভূমি অফিসের নাজির কাম ক্যাশিয়ার শাকিব উদ্দীনের ঘুষ নেওয়ার ভিডিও ও সংবাদ প্রকাশিত হয়। বিষয়টি ভূমি মন্ত্রণালয়ের নজরে এরে এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়,  এ কাজের জন্য কোনো ফি নেওয়া হয় না।

ভিডিওতে দেখা যায়, একজন সেবাগ্রহীতা সদ্য অনুমোদিত নামজারি (খারিজ) করতে এলে শাকিব উদ্দীন তাকে বলেন- “নামজারিতে একটি নাম ভুল হয়েছে। তা সংশোধন করতে হবে এবং সব মিলে এক হাজার টাকা লাগবে।

"এর কম হবে না, কারণ সংশোধন করতে হলে এটি উপরে পাঠাতে হবে, সেখানে টাকা চাবে।"

এরপর ওই সেবাগ্রহীতা নাজিরকে ৭০০ টাকা দেন এবং বাকি টাকা কাজ হলে দেবেন বলে ভিডিওতে দেখা যায়।

এ ভিডিও ফেইসবুকে ছড়িয়ে পড়লে তা নিয়ে সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়।