২০১৩ সালে বিমানবন্দরে ১০ কেজির বেশি হেরোইনসহ ধরা পড়েছিলেন ওই ব্যক্তি।
Published : 12 Oct 2023, 05:30 PM
বছর দশেক আগে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে হেরোইন জব্দের মামলায় পাকিস্তানি এক নাগরিককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে ঢাকার একটি আদালত।
বৃহস্পতিবার ঢাকার ৫ নম্বর বিশেষ দায়রা জজ আদালতের বিচারক ইকবাল হোসেন এ সাজা ঘোষণা করেন।
পাকিস্তানের পাঞ্জাবের মুলতানের ওই ব্যক্তির নাম আল্লা বক্স (৪৮)। রায়ে তাকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়।
রাষ্ট্রপক্ষের আইনজীবী শওকত আলম জানান, আদালতে ওই আসামির উপস্থিতিতে রায় ঘোষণার পর তাকে কারাগারে পাঠানো হয়।
হেরোইন উদ্ধারের এ মামলার বিচার চলাকালে মো. হারুন নামে আরেক পাকিস্তানি নাগরিক মারা যাওয়ায় তার নাম বাদ পড়ে।
২০১৩ সালের ২৭ ফেব্রুয়ারি পাকিস্তানি এয়ারলাইন্সে করে বিমানবন্দরে আসা ওই দুই ব্যক্তির ব্যাগ তল্লাশি করে ১০ কেজির বেশি হেরোইন জব্দ করেছিল এপিবিএন সদস্যরা। পরদিন বিমানবন্দর থানায় মামলা করেন সিআইডির পুলিশ পরিদর্শক শফিকুর রহমান।
তদন্ত করে ওই বছরের ৩০ মে তাদের বিরুদ্ধে অভিযোগপত্র দেন সিআইডির পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) দেওয়ান কৌশিক আহমেদ। পরের বছর ১৪ জুলাই অভিযোগ গঠন করে বিচার শুরু হয়। মামলায় ছয়জনের সাক্ষ্য নিয়ে রায় দিলেন বিচারক।
আইনজীবী শওকত আলম বলেন, আদালতে দেওয়া সাক্ষ্যে ভিসা আবেদনে আল্লা বক্স বাংলাদেশের কোন ঠিকানা ব্যবহার করেছিলেন তা বলতে পারেননি। আটক দুইজনই মাদক চোরাচালানের সঙ্গে জড়িত বলে তদন্তে উঠে এসেছে।