ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিটের ঘণ্টা খানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
Published : 30 Jun 2023, 11:51 AM
ঢাকার সদরঘাটে একটি লঞ্চ পুড়ল আগুনে।
টার্মিনালের লালকুঠি ঘাটে ভিড়ে থাকা এমভি ময়ূর-৭ নামের লঞ্চটিতে শুক্রবার সকালে ১১টায় আগুন লাগে বলে ফায়ার সার্ভিস জানিয়েছে।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের কর্মকর্তা (মিডিয়া) শাহজাহান শিকদার জানান, আগুন লাগার খবর পেয়েই নিয়ন্ত্রণে বাহিনীর পাঁচটি ইউনিট সেখানে কাজ শুরু করে।
লঞ্চের ইঞ্জিন রুম থেকে আগুনের সূত্রপাত বলে ফায়ার সার্ভিস জানিয়েছে। সোশাল মিডিয়ায় আসা ভিডিওতে লঞ্চটির তৃতীয় তলা থেকে প্রচুর ধোঁয়া উড়তে দেখা যাচ্ছিল।
শেষ পর্যন্ত ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিটের ঘণ্টা খানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয় বলে বাহিনীর কর্মকর্তা আনোয়ারুল ইসলাম জানিয়েছেন।
কীভাবে আগুন লাগল এবং ক্ষয়ক্ষতি কেমন হয়েছে, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।
তবে আগুন লাগার সময় লঞ্চটিতে যাত্রী ছিল না বলে স্থানীয়রা জানিয়েছে।
ঢাকার সদরঘাট থেকে দক্ষিণাঞ্চলের লঞ্চগুলো ছাড়ে। তিনতলা বিশিষ্ট ময়ূর-৭ লঞ্চটি ঢাকা-চাঁদপুর রুটে চলাচল করে।
বরিশাল অঞ্চলের লঞ্চগুলো বিকালে ছাড়লেও চাঁদপুরের লঞ্চ সকাল থেকেই চলাচল করে।
ময়ূর-৭ এ আগুন লাগার পর ঘাটে ভিড়ে থাকা অন্য লঞ্চগুলো দূরে সরিয়ে নেওয়া হয়।