ঘূর্ণিঝড়ের প্রভাব কমে যাওয়ায় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) লঞ্চ চলাচলের অনুমতি দিয়েছে।
Published : 25 Oct 2023, 11:20 AM
ঘূর্ণিঝড় ‘হামুন’ এর কারণে ১৯ ঘণ্টা বন্ধ থাকার পর ঢাকার সঙ্গে দক্ষিণ জনপদের লঞ্চ চলাচল শুরু হয়েছে আবার।
ঢাকা নদী বন্দরের যুগ্ম পরিচালক মুহাম্মদ সাইফুল ইসলাম বুধবার সকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঘূর্ণিঝড়ের প্রভাব কমে যাওয়ায় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) লঞ্চ চলাচলের অনুমতি দিয়েছে।
“উপকূলীয় জেলাগুলো ছাড়া বাকি সব জেলার নদী বন্দরে এখন এক নম্বর সংকেত রয়েছে। তাই সকাল ৯টা থেকে ঢাকা-চাঁদপুর রুটের লঞ্চ চলাচল শুরু হয়েছে। এছাড়া শরীয়তপুরের রুটেও লঞ্চ চলছে।”
তিনি বলেন, হাতিয়া, বেতুয়া, রাঙাবালি, চর মন্তাজ রুটের লঞ্চ ঢাকা থেকে বিকালে ও সন্ধ্যায় ছেড়ে যায়। বুধবার নির্ধারিত সময়েই সেগুলো ছাড়বে।
উপকূলীয় কয়েকটি জেলায় এখনো তিন নম্বর সংকেত রয়েছে। সংকেত কমে এলে ওইসব রুটেও লঞ্চ চলাচল শুরু হবে বলে জানান সাইফুল।
তিনি বলেন, “বরিশাল রুটেও লঞ্চ চলাচলের সমস্যা নেই। ঢাকার সদরঘাট থেকে ওই রুটের লঞ্চ ছাড়ে বিকালে। তখনই লঞ্চ ছাড়বে।”
আর বরিশাল থেকে সকালেই সব ধরনের নৌযান চলাচল শুরু হয়েছে বলে জানিয়েছেন বরিশাল নদী বন্দরের কর্মকর্তা মো. আব্দুর রাজ্জাক ।
ঘূর্ণিঝড় হামুনের কারণে মঙ্গলবার দুপুর আড়াইটার থেকে সারাদেশে লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করেছিল বিআইডব্লিটিএ।
মঙ্গলবার সন্ধ্যায় চট্টগ্রাম ও কক্সবাজার উপকূল অতিক্রম করতে শুরু করে ঘূর্ণিঝড় হামুন। মূলত কক্সবাজার এলাকায় তাণ্ডব চালিয়ে বৃষ্টি ঝরিয়ে রাত ১টার দিকে স্থল নিম্নচাপে পরিণত হয় ওই ঘূর্ণিবায়ুর চক্র।
পুরনো খবর-