গুলশানসহ বিভিন্ন থানায় তাদের বিরুদ্ধে ১৪টি চুরির মামলা এবং দুটি গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।
Published : 06 Apr 2023, 04:05 PM
চিকিৎসক ও নার্সের অ্যাপ্রন গায়ে দিয়ে, গলায় ভুয়া আইডি কার্ড ঝুলিয়ে অভিনব কায়দায় চুরির অভিযোগে এক ‘সংঘবদ্ধ চক্রের’ ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ।
বুধবার রাতে ঢাকার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে ডিএমপি গুলশান বিভাগের উপকমিশনার মো. আব্দুল আহাদ জানান।
তারা হলেন- আফসানা আক্তার এশা ওরফে মিম (২২), তন্ময় বিশ্বাস (৩০), স্বপন শেখ (৪৫), মো. নুরুল ইসলাম (২৭), কলিম উদ্দিন কালু ওরফে কলিউল্লাহ (৪০) ও মো. মোখলেছুর রহমান (৫১)।
এদের মধ্যে মিম গুলশান, নিউমার্কেট, মোহাম্মদপুর ও তেজগাঁও থানায় একবার করে চারবার এবং মোখলেছুর রহমান তেজগাঁও শিল্পাঞ্চল থানায় একবার গ্রেপ্তার হয়েছিলেন।
বৃহস্পতিবার দুপুরে ঢাকার মিন্টো রোডে সংবাদ সম্মেলনে উপকমিশনার মো. আব্দুল আহাদ বলেন, এ চক্রটি শহরের বিভিন্ন অভিজাত এলাকায় ডাক্তার ও নার্সদের অ্যাপ্রন, মুখে মাস্ক ও গলায় আইডি কার্ড পরে সুকৌশলে অভিনব পন্থায় বাসায় প্রবেশ করে চুরি করে আসছিল।
“তাদের বিরুদ্ধে গুলশানসহ বিভিন্ন থানায় ১৪টি চুরির মামলা ও ২টি গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। গ্রেপ্তারের সময় চোরাই ছয়টি ল্যাপটপ, ১০টি মোবাইল ও ২টি ব্যাগ উদ্ধার করা হয়।”
তিনি বলেন, এ চক্রটি এইসব পোশাক পরে বাসার ফটকে এসে বলে যে, তাদেরকে ফোন করে আসতে বলা হয়েছে। এভাবেই নানা ছলচাতুরির আশ্রয় নিয়ে বাসায় ঢুকে ও দামি জিনিসপত্র নিয়ে সটকে পড়ে।