পুরান ঢাকার সিদ্দিক বাজারে বিস্ফোরণে বিধ্বস্ত ক্যাফে কুইন ভবনে তিন দিন পরও উদ্ধার অভিযানে ইতি টানছে না ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিস অধিদপ্তরের উপ-সহকারী পরিচালক বজলুর রশিদ বলেছেন, আর কারও নিখোঁজ থাকার খবর এলে তারা খুঁজে দেখবেন।
গত মঙ্গলবার নর্থ সাউথ রোডের পাশের সাত তলা ওই ভবনটি বিস্ফোরণের পর আংশিক ধসে পড়ে। সেদিনই ১৭ জনের লাশ উদ্ধার করা হয়েছিল।
বুধবার ধ্বংসাবশেষ সরিয়ে আরও দুজনের লাশ মেলে। তারপরও নিখোঁজ ছিলেন ওই ভবনের একটি দোকানের কর্মী মেহেদী হাসান স্বপন।
বৃহস্পতিবার দুপুরে স্বপনের লাশ উদ্ধারের পর নিখোঁজ থাকার দাবি নিয়ে আর কেউ আসেনি। তবে ফায়ার সার্ভিসের কর্মীরা সেখানে রয়েছেন।
বজলুর রশিদ সাংবাদিকদের বলেন, নিখোঁজ সর্বশেষ মেহেদী হাসান স্বপনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখন তল্লাশি না চললেও উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা হয়নি।
ভবনের ভেতরে আর কেউ নিখোঁজ নেই, তা নিশ্চিত না হওয়ায় উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করছে না ফায়ার সার্ভিস।
বজলুর বলেন, “ভবনটি ঝুঁকিপূর্ণ হওয়ায় ভেতরে কনক্রিটের স্তূপ সরিয়েও তল্লাশি করা যাচ্ছে না। যেহেতু পুরো বেইজমেন্ট তল্লাশি করা যাচ্ছে না, তাই ভেতরে কারও মরদেহ আছে কি না, তা নিশ্চিত নই।
“তাই কোনো (নিখোঁজের) দাবিদার যদি আসে, তখন হালকা টুলস ব্যবহার করে তল্লাশি করব।”