দুদক সচিব মো. মাহবুব হোসেন জানান, নিয়মিত বদলির অংশ হিসেবে এসব আদেশ জারি করা হয়।
Published : 02 Jan 2024, 09:18 PM
দুর্নীতি দমন কমিশনের (দুদক) ১২ পরিচালক ও তিনজন উপপরিচালককে বদলি এবং একজনকে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে।
মঙ্গলবার দুদকের পরিচালক (প্রশাসন ও মানব সম্পদ) মোহাম্মদ মনিরুজ্জামান বকাউল তিনটি আদেশে চারজন করে ১২ জন পরিচালক এবং একটি আদেশে তিনজন উপপরিচালককে বদলি ও একজনকে অতিরিক্ত দায়িত্বের আদেশ দেন।
এদের মধ্যে ঢাকায় কর্মরত তিনজন পরিচালক এবং তিনজন উপপরিচালকে ঢাকার বাইরে এবং ছয়জন পরিচালককে জেলা থেকে ঢাকায় দায়িত্ব বদলি করা হয়েছে।
দুদক সচিব মো. মাহবুব হোসেন জানান, নিয়মিত বদলির অংশ হিসেবে এসব আদেশ জারি করা হয়।
প্রথম আদেশে দুদক প্রধান কার্যালয়ের পরিচালক (অনুসন্ধান ও তদন্ত- ৪) মো. সফিকুর রহমান ভূইয়াকে চট্রগ্রামের বিভাগীয় কার্যালয়ের পরিচালক, বরিশালের বিভাগীয় কার্যালয়ের পরিচালক মো. আব্দুল গাফ্ফারকে দুদক প্রধান কার্যালয়ের পরিচালক (গবেষণা ও পরীক্ষণ), ময়মনসিংহের জেলা কার্যালয়ের পরিচালক মোহা. আবুলকে প্রধান কার্যালয়ের পরিচালক (প্রতিরোধ ও গণসচেতনতা-২) এবং গাজীপুর জেলা কার্যালয়ের পরিচালক মো. মোজাহার আলী সরদারকে বরিশাল বিভাগীয় কার্যলয়ের পরিচালক হিসাবে বদলি করা হয়।
পরের আদেশে ময়মনসিংহের বিভাগীয় কার্যালয়ের পরিচালক ঋত্বিক সাহাকে দুদক প্রধান কার্যালয়ের পরিচালক (সিস্টেম উন্নয়ন ও সমন্বয়), প্রধান কার্যালয় ঢাকার পরিচালক মো. জাহাঙ্গীর হোসেনকে ময়মনসিংহের বিভাগীয় কার্যালয়ের পরিচালক, সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক এস এম মফিদুল ইসলামকে প্রধান কার্যলয়ের পরিচালক (অনুসন্ধান ও তদন্ত- ৪) এবং প্রধান কার্যালয়ের পরিচালক মোহাম্মদ ইব্রাহিমকে সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক হিসাবে বদলির আদেশ জারি করা হয়।
দিনের সর্বশেষ আদেশে রংপুরের বিভাগীয় কার্যার্যায়ের পরিচালক মো. আব্দুল করিমকে ঢাকায় অনুসন্ধান ও তদন্ত- ২’এর পরিচালক, ময়মনসিংহের মো. তালেবুর রহমানকে রংপুরের বিভাগীয় কার্যালয়ের পরিচালক, খুলনার পরিচালক মো. মঞ্জুর মোর্শেদকে ঢাকায় সম্পদ ব্যবস্থাপনার পরিচালক এবং চাঁদপুরের জেলা কার্যালয়ের পরিচালক জালাল উদ্দিন আহমদকে খুলনা বিভাগীয় কার্যালয়ের পরিচালক হিসেবে বদলি করা হয়েছে।
উপপরিচালক হিসাবে একমাত্র আদেশে ঢাকায় প্রধান কার্যার্যায়ে কর্মরত তিনজনকে ঢাকার বাইরে বদলী এবং একজনকে বর্তমান দায়িত্বের বাইরে একটি বাড়তি দায়িত্ব দেওয়া হয়েছে।
প্রধান কার্যালয়ের বিশেষ অনুসন্ধান ও তদন্ত -২ এর উপপরিচালক মো. গুলশান আনোয়ার প্রধানকে ময়মনসিংহ জেলা কার্যালয়ের উপপরিচালক, এনফোর্সমেন্ট ইউনিটের উপপরিচালক মো. মাসুদুর রহমানকে চাঁদপুর জেলা কার্যালয়ের উপপরিচালক, প্রশিক্ষণ ও রেকর্ড শাখার উপপরিচালক বায়েজিদুর রহমান খানকে গাজীপুর জেলা কার্যালয়ের উপপরিচালক হিসাবে বদলি করা হয়েছে।
দুদক প্রধান কার্যালয়ের ফরেনসিক ল্যাব, তথ্য ও প্রযুক্তি সেলের উপপরিচালক মো. তানজিব হাসিব সরকারকে বর্তমান দায়িত্বের পাশপাশি এনফোর্সমেন্ট ইউনিটের অতিরিক্ত দায়িত্ব দেওয়ার কথা একই আদেশে জানানো হয়েছে।