ভোটের আগে পুলিশ সুপার হলেন ১৭৭ কর্মকর্তা

তাদের মধ্যে ১৫০ জন পদোন্নতি পেয়েছে সুপারনিউমারারি হিসেবে।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 Nov 2023, 02:21 PM
Updated : 7 Nov 2023, 02:21 PM

নির্বাচনের আগে পদোন্নতি পেয়ে পুলিশ সুপার হলেন অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার ১৭৭ কর্মকর্তা। 

তাদের মধ্যে ১৫০ কর্মকর্তাকে সুপারনিউমারারি বা সংখ্যাতিরিক্ত হিসেবে পদোন্নতি দেওয়া হয়েছে। গত ২৬ অক্টোবর প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটির বৈঠকে পুলিশ সুপারের বিদ্যমান ৬১৮টি পদের অতিরিক্ত এসব পদ সৃষ্টির অনুমোদন দেওয়া হয়েছিল। 

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ শাখা থেকে এ বিষয়ে দুটি প্রজ্ঞাপন প্রকাশ করা হয়েছে মঙ্গলবার।

একটিতে পদোন্নতি পাওয়া ২৭ কর্মকর্তার বিষয়ে বলা হয়েছে, জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিবের বরাবর যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে পদোন্নতিপ্রাপ্ত পদে তাদের যোগদানপত্র পাঠাতে হবে।

অন্য প্রজ্ঞাপনে বলা হয়েছে, গত ৭ সেপ্টেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয় এবং ২৫ অক্টোবর অর্থ বিভাগের ব্যয় ব্যবস্থাপনা-৫ শাখার চিঠির উল্লিখিত সব আনুষ্ঠানিকতা শেষে সৃষ্ট ২৫০টি সুপারনিউমারারি পদের বিপরীতে এ পদোন্নতি দেওয়া হয়েছে।

যেসব কর্মকর্তা মিশন, শিক্ষা ছুটি বা প্রেষণ ও লিয়েনে কর্মরত, তারা মূল কর্মস্থলে যোগদানের পর তাদের পদোন্নতি কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

সেখানে বলা হয়েছে, পদ সৃজনের তারিখ থেকে ১৫০টি সুপারনিউমারারি পদের মেয়াদ হবে এক বছর। পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা স্বপদে বহাল থেকে দায়িত্ব পালন করবেন।

এর আগে সোমবার ১৫২ কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে অতিরিক্ত উপ-মহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) করা হয়। তাদের মধ্যে ১৪০ জন অতিরিক্ত ডিআইজি হয়েছেন সুপার নিউমারারি বা সংখ্যাতিরিক্ত হিসেবে।