কার্যকরী সভাপতি নির্বাচিত হয়েছেন সাবেক সহসভাপতি আলা উদ্দিন।
Published : 13 Feb 2024, 09:19 PM
আবারও বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি হয়েছেন মসিউর রহমান রাঙ্গাঁ; মহাসচিব হিসেবে তার সঙ্গে থাকছেন খন্দকার এনায়েত উল্যাহই।
সোমবার ঢাকার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে সড়ক পরিবহন মালিক সমিতির দ্বি-বার্ষিক সাধারণ সভায় তারা পুনর্নির্বাচিত হন।
মঙ্গলবার সমিতির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সারাদেশের বিভিন্ন জেলা থেকে ৭৫০ জন ডেলিগেট সাধারণ সভায় অংশ নেন। এ বছর মোট ১২১ সদস্যের কমিটি গঠন করা হয়। তাতে কার্যকরী সভাপতি নির্বাচিত হন আলা উদ্দিন।
খন্দকার এনায়েত উল্যাহ এনা পরিবহনের মালিক। তিনি টানা চতুর্থবারের মত মহাসচিব হয়েছেন। টানা তিনবার সভাপতির দায়িত্বে আছেন মসিউর রহমান রাঙ্গাঁ।
সড়ক পরিবহন মালিক সমিতির সাবেক কার্যকরী সভাপতি রুস্তম আলীর মৃত্যুর পর সমিতির সাবেক সহসভাপতি আলা উদ্দিন কার্যকরী সভাপতির দায়িত্ব পেলেন।