ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালত এদিন ৩০টি বাড়ি ও ভবনে অভিযান চালায়।
Published : 18 Jun 2023, 06:30 PM
ডেঙ্গু রোগের জীবাণু বহনকারী এইডিস মশার লার্ভা পাওয়ায় দুটি নির্মাণাধীনসহ পাঁচ ভবনকে ২৮ হাজার টাকা জরিমানা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালত।
রোববার দুপুরে ঢাকার ধলপুর এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলমের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত ৩০টি বাড়ি ও নির্মাণাধীন ভবন পরিদর্শন করে।
এগুলোর মধ্যে মোট পাঁচটি স্থাপনায় এইডিস মশার লার্ভা পাওয়ায় পাঁচটি মামলা করে মোট ২৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলম বলেন, “আজকের অভিযানে পারটেক্স গ্রুপের নির্মাণাধীন একটি ভবন এবং ব্যক্তি মালিকানায় থাকা নির্মাণাধীন আরেকটি ভবনে মশার লার্ভা পাওয়ায় দুটি মামলায় ১০ হাজার টাকা করে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
“এছাড়া আরও তিনটি বাসা বাড়িতে মশার লার্ভা পাওয়ায় তিনটি মামলায় আট হাজার টাকা জরিমানা করা হয়েছে।”
অভিযানে অঞ্চল ৫ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মো. সাখাওয়াত হোসেন সরকার দিক নির্দেশনা প্রদান করেন।
এসময় অন্যান্যের মধ্যে ৪৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বাদল সরদার, অঞ্চল ৫ এর সহকারী স্বাস্থ্য কর্মকর্তা শিহাব উদ্দিন উপস্থিত ছিলেন।