আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সংবাদ সম্মেলন করে এবারের ফলাফলের বিস্তারিত তুলে ধরবেন শিক্ষামন্ত্রী দীপু মনি।
এবার ৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষা ২০০ নম্বরের পরিবর্তে ৩০০ নম্বরে অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই পরিবর্তনের কথা জানিয়েছে।
এর আগে বাংলার লিখিত পরীক্ষা ২০০ নম্বরে অনুষ্ঠিত হত।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কারিগরি বা পেশাগত এবং সাধারণ ক্যাডারের প্রার্থীদের দুই দিনে ০০১ ও ০০২ কোডের (১০০+২০০) ৩০০ নম্বরের পরীক্ষায় অংশ নিতে হবে।
৪৫তম বিসিএসের বাংলা প্রথমপত্রের (কোড নম্বর-০০১) লিখিত পরীক্ষা আগামী ২৭ নভেম্বর সকাল ১০টা-১টায় অনুষ্ঠিত হবে। আর বাংলা দ্বিতীয়পত্রের (কোড নম্বর-০০২) পরীক্ষা হবে ২৮ নভেম্বর সকাল ১০টা থেকে ২টা পর্যন্ত।
এই বিসিএসের মাধ্যমে ২ হাজার ৩০৯ জন ক্যাডার নিয়োগ দেওয়া হবে। নন-ক্যাডারে নেওয়া হবে ১ হাজার ২২ জন।