Published : 19 Feb 2024, 06:37 PM
বাংলাদেশ বিমান বাহিনী ও যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ার ফোর্সের মধ্যে ১০ দিনের যৌথ মহড়া শুরু হয়েছে।
সোমবার রাজধানীর কুর্মিটোলায় বিমান বাহিনীর ঘাঁটি ‘বঙ্গবন্ধু'তে এ মহড়া শুরু হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর-আইএসপিআর।
সেখানে বলা হয়, বঙ্গবন্ধু ঘাঁটির এয়ার অধিনায়ক এয়ার ভাইস মার্শাল বদরুল আমিন উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন। ‘এক্সারসাইজ কোপ সাউথ-২০২৪’ শীর্ষক এ মহড়ায় আপৎকালীন ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলার বিভিন্ন উপায় অনুশীলন করা হবে।
পাশাপাশি বিমান বাহিনীর পরিবহন উড়োজাহাজের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিতে বিভিন্ন ধরন অনুশীলন করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
আইএসপিআর জানিয়েছে, মহড়ায় বাংলাদেশ বিমান বাহিনীর একটি সি-১৩০জে এবং প্যাসিফিক এয়ার ফোর্সের দুইটি সি-১৩০জে পরিবহন বিমান অংশ নিচ্ছে। এছাড়া বিমান বাহিনীর একটি এএন-৩২ পরিবহন বিমানকে প্রস্তত রাখা আছে।
এ মহড়ায় বিমান বাহিনীর ২৫০ জন সদস্য এবং প্যাসিফিক এয়ার ফোর্সের ৭৮ জন সদস্য অংশ নিচ্ছেন। বাংলাদেশ বিমান বাহিনীর ১২ জন প্যারাট্রুপারের পাশাপাশি মহড়ায় অংশ নেবেন সেনাবাহিনীর ৩০ জন এবং নৌবাহিনীর ৪০ জন।