এক অধ্যক্ষসহ ছয়জনকে র্যাব গ্রেপ্তার করেছে।
Published : 23 Aug 2022, 11:19 PM
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত নার্সিং কলেজগুলোর বিএসসি ইন নার্সিং (পোস্ট বেসিক) পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের মামলায় নার্সিং কলেজের সাবেক অধ্যক্ষ ফরিদা খাতুনসহ ৬ জনকে বিভিন্ন মেয়াদে রিমান্ডে পেয়েছে পুলিশ।
মঙ্গলবার ঢাকার মহানগর হাকিম আরাফাতুল রাকিব এ আদেশ দেন।
রিমান্ডে যাওয়া আসামিরা হলেন- ফরিদা খাতুন, মোছা. মনোয়ারা খাতুন, মোসা. নার্গিস পারভীন, মোছা. কোহিনুর বেগম, মো. ইসমাইল হোসেন ও মো. আরিফুল ইসলাম।
রাষ্ট্রপক্ষের আইনজীবী আজাদ রহমান জানান, আসামিদের মধ্যে আরিফুল ইসলামের দুই দিন এবং অন্য ৫ আসামির এক দিন করে রিমান্ডে নেয়ার আদেশ দেওয়া হয়।
এর আগে মামলার তদন্ত কর্মকর্তা আব্দুল্লাহ বিন কাশেম আসামিদের ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করে প্রত্যেকের তিন দিন করে রিমান্ড চেয়ে আবেদন করেন।
গত রোববার রাতে ঢাকার মহাখালী, ধানমণ্ডি ও আজিমপুর এলাকা থেকে র্যাব তাদেরকে গ্রেপ্তার করে। পরদিন সংবাদ সম্মেলন করে র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে ৯৮টি নার্সিং কলেজের মধ্যে ৩৮টি কলেজের বিএসসি ইন নার্সিং (পোস্ট বেসিক) প্রথম বর্ষের চূড়ান্ত পরীক্ষা চলছে। শনিবার পরীক্ষার আগে একটি নার্সিং কলেজের শিক্ষার্থীদের মোবাইলে ছাপানো এবং হাতে লেখা প্রশ্নপত্রের ছবি উদ্ধার করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি দল।“
এরপর ওই ঘটনার সূত্র ধরে র্যাব তদন্তে নেমে রাজধানীর তিন জায়গায় অভিযান চালিয়ে প্রশ্ন ফাঁস চক্রের সদস্যদের গ্রেপ্তার করা হয় বলে জানান কমান্ডার খন্দকার আল মঈন বলেন।