জাতিসংঘ অধিবেশনের সাইড লাইনে দুই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক হয়।
Published : 20 Jan 2024, 11:23 AM
ঢাকার কনস্যুলেট কার্যালয়কে পূর্ণাঙ্গ হাই কমিশনে রূপান্তরের আশ্বাস দিয়েছে সিঙ্গাপুর।
বুধবার নিউ ইয়র্কে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠকে এ কথা জানান দেশটির পররাষ্ট্রমন্ত্রী ভিভিয়ান বালাকৃষ্ণান।
বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতিসংঘ সদর দপ্তরে সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশনের সাইড লাইনে দুই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পররাষ্ট্রমন্ত্রী মোমেন ঢাকায় সিঙ্গাপুরের পূর্ণাঙ্গ মিশন স্থাপনের জন্য সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রীর প্রতি অনুরোধ জানান।
এসময় সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ঢাকায় তাদের কনস্যুলেটকে হাই কমিশনে উন্নীত করা হবে বলে আশ্বস্ত করেন।
সিঙ্গাপুরের পূর্ণাঙ্গ মিশন স্থাপনের সিদ্ধান্তের জন্য দেশটির পররাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে মোমেন বলেন, “ঢাকায় সিঙ্গাপুরের হাই কমিশন স্থাপিত হলে উভয় দেশই উপকৃত হবে।”
বাংলাদেশে সিঙ্গাপুরের বিনিয়োগ বৃদ্ধির আহ্বান জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলগুলোতে সিঙ্গাপুর বিনিয়োগের সুযোগ নিতে পারে। এতে উভয় দেশই লাভবান হবে। উভয় মন্ত্রী দুদেশের মধ্যে বাণিজ্য বৃদ্ধির বিভিন্ন দিক নিয়েও আলোচনা করেন।
(প্রতিবেদনটি প্রথম ফেইসবুকে প্রকাশিত হয়েছিল ২১ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক)