ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থা পাল্টে নিজেদের উপযোগী শিক্ষা ব্যবস্থার ওপর জোর দিতে মত দেন মন্ত্রী।
Published : 14 Sep 2022, 07:31 PM
গতানুগতিক শিক্ষা ব্যবস্থা পাল্টে সরকার স্বাধীন দেশের উপযোগী শিক্ষা নিশ্চিতের কাজ করছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি।
তিনি বলেছেন, “সরকার নতুন প্রজন্মকে আধুনিক ও উন্নত বাংলাদেশের নির্মাতা হিসেবে গড়ে তুলতে চায়। যা প্রচলিত ও গতনুগতিক শিক্ষা ব্যবস্থায় সম্ভব নয়।
“উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়তে যুযোপযোগী, দক্ষতাসম্পন্ন জনবল তৈরির লক্ষ্যে আমরা কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষাকে অগ্রাধিকার দিচ্ছি।’
বুধবার বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজির প্রথম সমাবর্তন অনুষ্ঠানে মন্ত্রী এ কথা বলেন।
এ সময় তিনি বলেন, “ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থা খোলনলচে পাল্টে ফেলে আমাদের উপযোগী শিক্ষা ব্যবস্থা গড়বার জন্যই আমরা কাজ করে চলেছি।”
২০৪১ সালের মধ্যে ৫০ শতাংশ শিক্ষার্থীর জন্য কারিগরি শিক্ষা নিশ্চিতের লক্ষ্যে সরকার কাজ করছে বলে জানান তিনি।
কারিগরি শিক্ষার প্রসারে সরকারের পদক্ষেপ তুলে ধরে দীপু মনি বলেন, “আধুনিক বিশ্বমানের জ্ঞান-বিজ্ঞান সমৃদ্ধ, প্রযুক্তি দক্ষতা নির্ভর সমাজ গঠনে কারিগরি শিক্ষার প্রসার ও উন্নয়নে বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
“যে দেশ যত অগ্রগামী, সে দেশে কারিগরি শিক্ষার শিক্ষার্থী তত বেশি।”
সমাবর্তনে পাঁচ হাজার ৬৮১ জন শিক্ষার্থীকে ডিগ্রি প্রদান করা হয়।