আরেক ঘটনায় ‘বাসে আগুন দিতে যাওয়ার’ অভিযোগে স্বেচ্ছাসেবক দলের দুইজনকে আটকের কথা জানিয়েছে পুলিশ।
Published : 09 Nov 2023, 03:06 PM
বিএনপি ও জামায়াতে ইসলামীর ডাকা তৃতীয় দফা অবরোধের মধ্যে রাজধানীর বাড্ডায় একটি বাসে আগুন দেওয়া হয়েছে।
বাড্ডার শাহজাদপুর এলাকায় বৃহস্পতিবার দুপুর ২টা ২৫ মিনিটে রাইদা পরিবহনের বাসে আগুন দেওয়া হয় বলে ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসীম জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, বাসটি পোস্তাগোলা থেকে উত্তরার দিকে যাচ্ছিল। আগুন দেওয়ার পরই বারিধারা ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়।
এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
অরপদিকে মগবাজারে ‘বাসে আগুন দিতে যাওয়া’ স্বেচ্ছাসেবক দলের দুইজনকে আটকের কথা জানিয়েছে পুলিশ।
তারা হলেন- হাতিরঝিল থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এবাদুল ব্যাপারী (৩৭) এবং সদস্য সবুজ মিয়া (২৭)।
তবে তাদের কখন, কোথায়, কীভাবে আটক করা হয়েছে সে ব্যাপারে কিছু জানাননি তেজগাঁও শিল্পাঞ্চল জোনের অতিরিক্ত উপকমিশনার হাফিজ আল ফারুক।
গত ২৮ অক্টোবর ঢাকায় বিএনপির সমাবেশ পণ্ড হওয়ার পর থেকে ঢাকাসহ সারাদেশে বিএনপি ও জামায়াতে ইসলামীর তৃতীয় দফার অবরোধ চলছে। এই কর্মসূচির শুরু থেকেই দেশের বিভ্ন্নি স্থানে বাসে আগুন ও ভাঙচুরের খবর আসছে।