মেট্রোরেলের নিয়োগ পরীক্ষা ২ ডিসেম্বর

ঢাকার মিরপুরে মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে (এমআইএসটি) এ নিয়োগ পরীক্ষা হবে।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 Nov 2022, 02:01 PM
Updated : 16 Nov 2022, 02:01 PM

মেট্রোরেল পরিচালনার জন্য জনবল নিয়োগের পরীক্ষা হবে আগামী ২ ডিসেম্বর।

সেদিন ঢাকার মিরপুর সেনানিবাসে মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে (এমআইএসটি) এ পরীক্ষা হবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড- ডিএমটিসিএল জানায়, সেকশন ইঞ্জিনিয়ার (ইলেকট্রিক্যাল), সেকশন ইঞ্জিনিয়ার (সিগন্যালিং অ্যান্ড টেলিকমিউনিকেশন), সেকশন ইঞ্জিনিয়ার (ইলেকট্রিক্যাল রোলিং স্টক), সেকশন ইঞ্জিনিয়ার (মেকানিক্যাল রোলিং স্টক), সেমি স্কিল্ড মেইনটেইনার, টিকেট মেশিন অপারেটর ও কাস্টমার রিলেশন অ্যাসিস্ট্যান্ট পদে এ পরীক্ষা হবে।

গত ৬ অক্টোবর নিয়োগ ব্জ্ঞিপ্তি দিয়েছিল ডিএমটিসিএল। ইতোমধ্যে আবেদনকারীদের ঠিকানায় ডাকযোগে প্রবেশপত্র পাঠানো হয়েছে। মোবাইলে এসএসএম করেও পরীক্ষার বিষয়ে বার্তা দেওয়া হচ্ছে।

রাজধানীর উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত ২০ দশমিক ১০ কিলোমিটারের মেট্রো রেলের আগারগাঁও পর্যন্ত অংশে ডিসেম্বর থেকেই ট্রেন চলাচল শুরুর কথা রয়েছে।