উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এসএসসি পরীক্ষা শুরু

দুই বর্ষে পরীক্ষা দিচ্ছে প্রায় ৪০ হাজার শিক্ষার্থী।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 May 2023, 12:21 PM
Updated : 12 May 2023, 12:21 PM

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ২০২৩ সালের এসএসসি পরীক্ষা শুক্রবার শুরু হয়েছে। প্রথমদিনের পরীক্ষা নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছে উন্মুক্ত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

প্রথম দিন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মাহবুবা নাসরীন তিনটি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এতে বলা হয়, এ বছর ২২১টি পরীক্ষা কেন্দ্রে একযোগে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। প্রথম ও দ্বিতীয় বর্ষে মোট ৪০ হাজার ১৪ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। এর মধ্যে ছাত্রের সংখ্যা ২৫ হাজার ১৫১ জন, আর ছাত্রী সংখ্যা হচ্ছে ১৪ হাজার ৮৬৩ জন।