পূর্ব বিরোধের জেরে এক প্রতিবেশীকে পিটিয়ে হত্যা মামলার আসামি তারা, বলছে র্যাব।
Published : 23 Feb 2024, 01:20 PM
সিলেটের কানাইঘাট এলাকার একটি হত্যা মামলার দুই আসামিকে ঢাকায় গ্রেপ্তার করেছে র্যাব।
বৃহস্পতিবার রাতে ডেমরা থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে র্যাব-১০ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।
গ্রেপ্তাররা হলেন মো. কামরুল ইসলাম (২৪) ও মো. দিলদার হোসেন (২১)।
কানাইঘাটে মো. নজরুল ইসলাম (৫৭) নামের এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা মামলার আসামি তারা।
র্যাবের বিজ্ঞপ্তিতে বলা হয়, নিহত নজরুল ও আসামিরা প্রতিবেশী। মামলা-মোকদ্দমা নিয়ে আগে থেকেই তাদের বিরোধ ছিল।
গত ২৬ জানুয়ারি সকালে নজরুল তার জমিতে ছয়টি গরু রেখে আসলে কামরুল ও দিলদার অন্যদের নিয়ে গরুগুলো চুরি করেন। নজরুল বিষয়টি জানতে পেরে এলাকার মাতব্বরদের কাছে গেলে আসামিরা ক্ষিপ্ত হন। সেদিন বিকালেই তারা নজরুলকে ঘর থেকে টেনেহিঁচড়ে বের করে রড ও লাঠি দিয়ে পেটান।
পরে গুরুতর অবস্থায় নজরুলকে সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় ৩০ জানুয়ারি মারা যান।
হত্যাকাণ্ডের পর তারা এলাকা থেকে পালিয়ে ঢাকার ডেমরাসহ বিভিন্ন জায়গায় আত্মগোপনে ছিলেন।