নবী যাত্রাবাড়ী থানা বিএনপির সাবেক সভাপতি এবং বর্তমানে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক।
Published : 06 Jan 2024, 07:26 AM
ঢাকায় বেনাপোল এক্সপ্রেসে আগুন লাগিয়ে মানুষ পুড়িয়ে হত্যার ঘটনার পর ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ বিএনপি নেতা মোহাম্মদ নবী উল্লাহ নবীকে (৬৬) গ্রেপ্তার করেছে।
শুক্রবার রাত সাড়ে ৩টার দিকে ঢাকা মহানগর পুলিশ এক বার্তায় এ তথ্য জানায়।
নবী যাত্রাবাড়ী থানা বিএনপির সাবেক সভাপতি এবং বর্তমানে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক।
বার্তায় বলা হয় নবী ছাড়াও আরো চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।
এ বিষয়ে শনিবার সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানান হবে বলে বার্তায় বলা হয়।
শুক্রবার রাত ৯টার দিকে বেনাপোল থেকে ছেড়ে আসা বেনাপোল এক্সপ্রেস ট্রেনটি ঢাকায় ঢোকার পর কমলাপুর রেলস্টেশনে পৌঁছানোর আগে সায়েদাবাদ থেকে গোলাপবাগের পথে তাতে আগুন জ্বলতে দেখা যায়। আগুনে একই পরিবারের তিনজনসহ চারজন পুড়ে মারা যান।
৭ জনুয়ারি নির্বাচন ঘিরে বিএনপির ডাকা হরতালের আগের দিন রাতে এই ঘটনা ঘটে।