এইডিস মশাবাহিত এ রোগে গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ৯৫৯ জন; মৃত্যু হয়েছে ৫ জনের।
Published : 29 Nov 2023, 05:41 PM
দেশে গত এক দিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯৫৯ জন রোগী; যাদের মধ্যে ৮০ শতাংশই ঢাকার বাইরের।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, বুধবার সকাল পর্যন্ত দেশে ভর্তি মোট রোগীর মধ্যে ঢাকার বাইরের বিভিন্ন জেলারই ৭৭৫ জন। শতকরা হিসেবে যা ৮০ দশমিক ০৬ শতাংশ। এ সময়ে ঢাকায় ১৯৩ জন রোগী ভর্তি হয়েছেন, যা মোট ভর্তি রোগীর ১৯ দশমিক ৯৪ শতাংশ।
সব মিলিয়ে এ বছর হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ লাখ ১১ হাজার ১৪ জন। এদের মধ্যে বেশির ভাগ ঢাকার বাইরের বিভিন্ন জেলার। এ বছর এ সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৩ হাজার ৩২২ জন। অর্থাৎ দেশের হাসপাতালগুলোতে ভর্তি মোট রোগীর ৬৫ দশমিক ৩৭ শতাংশই ঢাকার বাইরের। ঢাকায় ভর্তি হয়েছেন ১ লাখ ৭ হাজার ৬৯২ জন বা ৩৪ দশমিক ৬৩ শতাংশ।
এ বছর ডেঙ্গুর প্রকোপ শুরুর দিকে ঢাকা মহানগরে ভর্তি রোগীর সংখ্যা বেশি ছিল। তবে ১৪ অগাস্ট মোট ভর্তি রোগীর সংখ্যায় ঢাকাকে ছাড়িয়ে যায় বাইরের জেলাগুলো। সেদিন পর্যন্ত দেশে ৮৭ হাজার ৮৯১ জন রোগী হাসপাতালে ভর্তি হন, যার মধ্যে ঢাকায় ৪৩ হাজার ৬৬৫ জন এবং ঢাকার বাইরে ৪৩ দশ হাজার ২২৬ জন। এরপর থেকেই ঢাকার বাইরে ভর্তি রোগীর সংখ্যা বাড়তে থাকে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত এক দিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন ৫ জন। এ নিয়ে এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ১ হাজার ৬১৫ জনের মৃত্যু হল। মৃতদের মধ্যে ঢাকায় ৯৩৪ জন এবং ঢাকার বাইরের বিভিন্ন জেলায় ৬৮১ জন।
বুধবার সকাল পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন ৩ হাজার ৫৮৭ জন রোগী। তাদের মধ্যে ৯৭৪ জন ঢাকায় এবং ২ হাজার ৬১৩ জন ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন। আর ২৯ নভেম্বর পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৯ হাজার ৮৩৯ জন রোগী এবং মৃত্যু হয়েছে ২৬৭ জনের।