নবনির্মিত মিঠামইন সেনানিবাস পরিদর্শনে রাষ্ট্রপতি

তিন দিনের সফর শেষে শুক্রবার সন্ধ্যায় ঢাকায় ফিরেছেন তিনি।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 Feb 2023, 04:15 PM
Updated : 17 Feb 2023, 04:15 PM

কিশোরগঞ্জের মিঠামইন উপজেলায় সেনানিবাস পরিদর্শন করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

পৈতৃক বাসভবনের কাছে নবনির্মিত এ সেনানিবাস তিনি শুক্রবার পরিদর্শন করেন বলে বাসসের এক প্রতিবেদনে জানানো হয়েছে।

রাষ্ট্রপতি তার নিজ জেলার কয়েকটি উন্নয়ন প্রকল্পের তদারকি করতে তিন দিনের সফরে বুধবার কিশোরগঞ্জ যান। তিনি মিঠামইন, ইটনা ও অষ্টগ্রামের স্থানীয় জনপ্রতিনিধি ও পেশাজীবীদের সঙ্গেও মতবিনিময় করেন। শুক্রবার সন্ধ্যায় তিনি ঢাকায় ফিরেছেন।

শুক্রবার মিঠামইন উপজেলায় সেনানিবাস পরিদর্শনে পৌঁছালে রাষ্ট্রপতিকে অভ্যর্থনা জানান সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার-উজ-জামান।

সংসদ সদস্য রেজওয়ান আহমেদ তৌফিক ও মো. আফজাল হোসেন, রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া, সামরিক সচিব মেজর জেনারেল এস এম সালাহউদ্দিন ইসলাম, প্রেস সচিব মো. জয়নাল আবেদীন ও সচিব (সংযুক্ত) মো. ওয়াহিদুল ইসলাম খান এসময় রাষ্ট্রপ্রধানের সঙ্গে ছিলেন।

বঙ্গভবনের এক মুখপাত্রের বরাতে বাসস জানিয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ২৮ ফেব্রুয়ারি এ সেনানিবাস উদ্বোধন করবেন।

কবর জিয়ারত

এ দিন বিকালে মিঠামইন উপজেলার করিমগঞ্জ গ্রামে পারিবারিক কবরস্থানে মা-বাবা পরিবারের অন্য সদস্যদের কবর জিয়ারত করে মোনাজাত করেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।

এসময় রাষ্ট্রপতিপুত্র স্থানীয় সংসদ সদস্য রেজওয়ান আহমেদ তৌফিক, মো. আফজাল হোসেন এমপি, রাষ্ট্রপতির ছোট ভাই অধ্যক্ষ মো. আবদুল হক এবং বঙ্গভবনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।