শুক্রবার থেকে ১০ জানুয়ারি পর্যন্ত ভোটের মাঠে থাকবেন বিজিবি সদস্যরা।
Published : 29 Dec 2023, 11:03 PM
ভোটের মাঠে স্ট্রাইকিং ফোর্স হিসেবে সাধারণ মানুষের মাঝে আস্থা বাড়াতে বিজিবি কাজ করবে বলে জানিয়েছেন বাহিনীর ঢাকা বিভাগের সেক্টর কমান্ডার কর্নেল আবু মোহাম্মদ মহিউদ্দিন।
তিনি বলেন, “ভোটাররা নিরাপদে ভোটকেন্দ্রে আসবেন, সেটাই আমরা আশা করছি। অন্যান্য বাহিনীর সঙ্গে সমন্বয় করে নিরাপত্তায় কাজ করব।
“শান্তিশৃঙ্খলা রক্ষায় রাজধানীসহ সারাদেশে এক হাজার ১৫১ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।”
শুক্রবার রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
কর্নেল আবু মোহাম্মদ মহিউদ্দিন জানান, শুক্রবার থেকে ১০ জানুয়ারি পর্যন্ত ভোটের মাঠে থাকবেন বিজিবি সদস্যরা।
“সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচন কমিশনের নির্দেশনায় আমরা কাজ করছি। তবে ছোটখাটো যদি কোনো হুমকি আসে, আপনারা দেখেছেন গত নির্বাচনে কিছু স্থানে নাশকতা হয়েছে, যেহেতু আমরা নিরাপত্তায় কাজ করছি। আশা করি, সুষ্ঠু ও সুন্দর নির্বাচনে নিরাপদ পরিবেশে ভোটাররা ভোট দিতে আসবেন।”
ঢাকা সেক্টরের বিষয়ে কর্নেল মহিউদ্দিন বলেন, রাজধানীসহ ঢাকার ৯টি জেলার ৫১টি আসনের গুরুত্বপূর্ণ স্থানে বিজিবি সার্বক্ষণিক মোতায়েন রয়েছে। এর মধ্যে কেবল ঢাকার মধ্যে ১৩টি বেইস ক্যাম্পের মাধ্যমে ৫০ প্লাটুন নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে।