সাময়িক বরখান্ত থাকাকালীন তিনি বিধি অনুযায়ী খোরপোষ ভাতা পাবেন।
Published : 23 Jan 2024, 08:06 AM
ঘুষের হার ঠিক করে দেওয়ার অডিও ছড়িয়ে পড়ার পর পিরোজপুর জেলার নাজিরপুরের সহকারী কমিশনার-ভূমি (এসি-ল্যান্ড) মো. মাসুদুর রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে বুধবার তাকে বরখাস্তের প্রজ্ঞাপন হয়। তার বিরুদ্ধে এখন বিভাগীয় মামলা ও তদন্ত হবে। সাময়িক বরখান্ত থাকাকালীন তিনি বিধি অনুযায়ী খোরপোষ ভাতা পাবেন।
‘প্রতিটি নামজারি কেসের জন্য আমাকে ৪ হাজার, আপনারা ২ হাজার মোট ৬ হাজার নেবেন’- মাসুদুরের এমন কথা বলার একটি অডিও ছড়িয়ে পড়ার পর তা নিয়ে বেশ আলোচনা-সমালোচনা চলছিল।
তা দেখে পিরোজপুরের ডিসি তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেন। সেই কমিটির তদন্তে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় মাসুদুরকে বরখাস্ত করা হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
এতে আরও বলা হয়, বরিশাল বিভাগীয় কমিশনার ১৯ সেপ্টেম্বর মো. মাসুদুর রহমানের এরূপ আচরণকে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর (খ) বিধি মোতাবেক অসদাচরণ হিসেবে গণ্য করে তার বিরুদ্ধে বিভাগীয় মামলা রুজু করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রস্তাব করেছেন।
(প্রতিবেদনটি প্রথম ফেইসবুকে প্রকাশিত হয়েছিল ২০ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক)