নগর পরিবহনের ২১ নম্বর রুটে শুধু বিআরটিসির বাস চালানোর সিদ্ধান্ত হয়েছে বলে জানান মেয়র তাপস।
Published : 09 May 2023, 03:46 PM
চলতি বছরের মধ্যেই ঢাকার নগর পরিবহনে ১০০টি ইলেকট্রিক বাস যুক্ত হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপস।
মঙ্গলবার নগর ভবনে বাস রুট র্যাশনালাইজেশন কমিটির ২৭তম সভা শেষে তিনি সাংবাদিকদের বলেন, “এই বছরের মধ্যেই আমরা একশ নতুন ইলেকট্রিক বাস সংযোজন করব। সুনির্দিষ্ট তারিখ আমরা বলব না, তবে এ বছরই নামবে। সুতরাং ২১ নম্বর রুটের যাত্রাপথে যাত্রীরা এর সুফল পাবেন।”
২০২১ সালের ২৬ ডিসেম্বর বাস রুট র্যাশনালাইজেশনের আওতায় ঘাটারচর-মোহাম্মদপুর-জিগাতলা-প্রেস ক্লাব-মতিঝিল.যাত্রাবাড়ী-কাঁচপুর পর্যন্ত বাস চলাচল শুরু হয়। এটি নগর পরিবহনের ২১ নম্বর রুট।
এই রুটে বেসরকারি ট্রান্স সিলভা পরিবহন বাস পরিচালনা করে আসছিল। তবে তাদের অনুমোদন বাতিল করা হয়েছে বলে মঙ্গলবারের সভা শেষে জানিয়েছেন মেয়র তাপস।
“২১ নম্বর রুটে বাস পরিচালনায় ট্রান্স সিলভা ব্যর্থ হয়েছে। সুতরাং পুরো যাত্রাপথে বিআরটিসির বাস চলাচল করবে। নগর পরিবহনে চালানোর জন্য যে অনুমোদন ছিল তা বাতিল করা হবে। তাদের বাসগুলো জব্দ করা হবে। এছাড়া এই যাত্রাপথের যে অনুমতি নেওয়া হয়েছিল তাও বাতিল হয়ে যাবে। এখন থেকে এই পথে বিআরটিসির বাস চলবে, বিআরটিসির বাস বাড়ানো হবে।”
ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম বলেন, সবুজ গুচ্ছের আওতায় ২১ থেকে ২৮ নম্বর এই আটটি রুটে বাস পরিচালনার সিদ্ধান্ত হয়েছে। এরমধ্যে ২১ থেকে ২৫ নম্বর রুটে বাস চলাচল করছে। বাকি রুটগুলোয় বাস পরিচালনার জন্য আগ্রহী কোম্পানিগুলোর কাছ থেকে দরপত্র আহ্বান করা হবে।
“২৪, ২৫, ২৭ এবং ২৮ নম্বর-এই চারটি রুটে আমরা একসঙ্গে বাস পরিচালনা করব। একসঙ্গে টেন্ডার আহ্বান করেছি। এতে সবুজ ক্লাস্টারে বাস পরিচালনার ফলাফল কী আসে তা আমরা দেখতে চাচ্ছি।”
মেয়র আতিক বলেন, শহর থেকে বাস টার্মিনালগুলো কত তাড়াতাড়ি ঢাকার বাইরে নেওয়া যায় সে বিষয়ে সভায় আলোচনা হয়েছে। এজন্য গ্রাম ভাটুলিয়া, সাভারের হেমায়েতপুর, কাঁচপুর এবং বাঘাইলে জমি দেখা হয়েছে।
“আমরা দুই মেয়র এবং সংশ্লিষ্ট সবাই মিলে কয়েকটি জায়গা দেখেছি। আমরা জমি অধিগ্রহণের দিকে যাচ্ছি।”
ঢাকা সড়ক পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক সাবিহা পারভীন, বিআরটিসির চেয়ারম্যান মো. তাজুল ইসলাম, বিআরটিএর চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার, বিভিন্ন সংস্থার কর্মকর্তারা এবং সড়ক পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।