ঢাকার মুখ্য বিচারিক হাকিম আদালত ভবনের নিচ তলায় আগুন লাগার পর ফায়ার সার্ভিসের চারটি ইউনিট তা নেভানোর চেষ্টা করছে।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন জানান, মঙ্গলবার দুপুরে আদালত ভবনের নিচ তলায় আগুন লাগার খবর পান তারা।
“আমাদের কর্মীরা আগুন নেভানোর চেষ্টা করছেন। তবে এখন পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি।”
ঘটনাস্থলে থাকা ঢাকা আইনজীবী সমিতির লাইব্রেরি সেক্রেটারি মো. রফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে আমরা ধারণা করছি।”
ওই ভবনে যখন আগুনের সূত্রপাত হয়, ভেতরে তখন আদালতের কার্যক্রম চলছিল। বিচারক, আইনজীবীসহ অনেক বিচারপ্রার্থী সেখানে ছিলেন।
আগুন লাগার পর ধোঁয়ার মধ্যে সেখানে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সবাই নিরাপদ গন্তব্যে সরে যাওয়ার চেষ্টা করেন। তাৎক্ষণিকভাবে কারো হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।