Published : 01 Sep 2022, 09:46 PM
জুলাই-অগাস্ট অনাবৃষ্টিতে গেলেও সেপ্টেম্বরে দেশের উত্তর ও দক্ষিণ-পূর্বাঞ্চলে বন্যার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
অধিদপ্তরের পরিচালক মো. আজিজুর রহমান বৃহস্পতিবার জানান, এ মাসে দেশের উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল ও দক্ষিণ পূর্বাঞ্চলে ভারি মৌসুমি বর্ষণে স্বল্প থেকে মাঝারি মেয়াদী বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে।
তবে সামগ্রিকভাবে সেপ্টেম্বরে স্বাভাবিকের চেয়ে কিছুটা কম বৃষ্টিপাত হতে পারে। দেশে বিচ্ছন্নভাবে কিছু এলাকায় মৃদু তাপপ্রবাহ (৩৬-৩৮ ডিগ্রি সেলসিয়াস) বয়ে যেতে পারে এ মাসে। সেই সঙ্গে দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি থাকতে পারে।
জুলাই মাসে স্বাভাবিকের চেয়ে প্রায় ৫৮ শতাংশ কম বৃষ্টিপাত হয়েছে এ বছর। অগাস্টে প্রায় ৩৬ শতাংশ কম বৃষ্টিপাত হয়েছে স্বাভাবিকের তুলনায়। এ দুই মাসেও দিন-রাতের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি ছিল।
চলতি বছর জুনের দ্বিতীয়ার্ধে সিলেট, সুনামগঞ্জসহ ১৮ জেলায় এক দফা বন্যা হয়। ওই বন্যায় প্রায় ৮৭ হাজার কোটি টাকার সম্পদের ক্ষতি হয় বলে সরকারের হিসাব।
পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, আগামী তিন দিনে দেশের উত্তরাঞ্চল, উত্তর পূর্বাঞ্চল ও তৎসংলগ্ন ভারতের কিছু স্থানে ভারি বৃষ্টিপাতের আভাস রয়েছে।
কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী আরিফুজ্জামান ভুঁইয়া বলেন, উত্তরাঞ্চলের তিস্তা, ধরলা, দুধকুমার এবং উত্তর পূর্বাঞ্চলের যাদুকাটা, সোমেশ্বরী, সারিগোয়াইন ও ভোগাই-কংস নদীর পানি দ্রুত বাড়তে পারে এ সময়ে।
আগামী ২৪ ঘণ্টায় তিস্তা নদীর পানি ডালিয়া পয়েন্টে বিপদসীমা অতিক্রম করতে পারে।
দীর্ঘমেয়াদী পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর বলেছে, সেপ্টেম্বরে বঙ্গোপসাগরে ১ থেকে ২টি লঘুচাপ সৃষ্টি হতে পারে; যার মধ্যে একটি নিম্নচাপে রূপ নিতে পারে।
সেই সঙ্গে দেশের উত্তর ও মধ্যাঞ্চলে ২-৩ দিন মাঝারি ধরনের বজ্রঝড় এবং সারাদেশে ৩-৪ দিন হালকা বজ্রঝড় হতে পারে।