১০ বছর আগের মামলায় যুবদল নেতা ইসহাকসহ নয়জনের সাজা

২০১৩ সালের ২৫ মে বংশাল থানা এলাকায় নাশকতার অভিযোগে পুলিশ মামলাটি দায়ের করে।

আদালত প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 Nov 2023, 11:21 AM
Updated : 7 Nov 2023, 11:21 AM

নাশকতার অভিযোগে রাজধানীর বংশাল থানায় ১০ বছর আগে দায়ের করা মামলায় যুবদলের কেন্দ্রীয়

সাংগঠনিক সম্পাদক ইসহাক সরকার ও তার ভাই ইয়াকুব সরকারসহ নয়জনকে তিন বছর সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

পাশাপাশি তাদেরকে ৫ হাজার টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।

মঙ্গলবার ঢাকার মহানগর হাকিম আশেক ইমাম এ রায় দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী হাবিবুর রহমান হাবিব এ তথ্য জানান।

দণ্ডিত অপর আসামিরা হলেন- আরমান, আনোয়ার হোসেন রকি, আব্দুর রাজ্জাক মিন্টু, অ্যাডভোকেট রাশেদ, পারভেজ, সোহেল ও নাদের।

অপর সাত আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তারা খালাস পেয়েছেন।

সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মিজানুর রহমান বলেন, ২০১৩ সালের ২৫ মে বংশাল থানা এলাকায় নাশকতার অভিযোগে পুলিশ মামলাটি দায়ের করে।

বিএনপি সমর্থক আইনজীবী আবুল কালাম খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এর আগে দুই মামলায় ইসহাক সরকারকে দুই ও আড়াই বছরের কারাদণ্ড হয়েছে। তার বিরুদ্ধে ৩২৭টি মামলা আছে।