আগের চেয়ারম্যান আব্দুস সামাদকে স্বাস্থ্যসেবা বিভাগের অতিরিক্ত সচিব পদে বদলি করা হয়েছে।
Published : 15 Oct 2023, 11:09 PM
বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান-স্পারসো’র চেয়ারম্যান হিসেবে একজন অতিরিক্ত সচিবকে নিয়োগ দিয়েছে সরকার।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রাশেদুল ইসলামকে এ গবেষণা প্রতিষ্ঠানের চেয়ারম্যান নিয়োগ দিয়ে রোববার রাতে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
গত ২৩ অগাস্ট ভারতের চন্দ্র বিজয়ের পর বাংলাদেশের বিশেষায়িত প্রতিষ্ঠান স্পারসোর ব্যর্থতা নিয়ে ফেইসবুকে ব্যাপক সমালোচনা হয়। এরপর গত ৫ সেপ্টেম্বর স্পারসোর চেয়ারম্যান পদে থাকা অতিরিক্ত সচিব আব্দুস সামাদকে জাতীয় সংসদ সচিবালয়ে বদলি করে সরকার। তবে তিনি ওই পদে যোগ না দেওয়ায় রোববার তাকে স্বাস্থ্যসেবা বিভাগের অতিরিক্ত সচিব পদে বদলি করা হয়েছে।
এছাড়া পৃথক আদেশে পানিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. নুরুল আলমকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটারের মহাপরিচালক এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত অতিরিক্ত সচিব মোহাম্মদ মিজানুর রহমানকে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর মহাপরিচালক পদে নিয়োগ দেওয়া হয়েছে।
আর বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর মহাপরিচালক মো. মতিয়ার রহমানকে বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্টের মহাপরিচালক পদে বদলি করা হয়েছে।
আলাদা প্রজ্ঞাপনে স্বাস্থ্যসেবা বিভাগের সংযুক্ত অতিরিক্ত সচিব নিলুফার নাজনীনকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে এবং বিসিএস প্রশাসন একাডেমির এমডিএস মো. মোখলেসুর রহমান সরকারকে জননিরাপত্তা বিভাগের অতিরিক্ত সচিব পদে বদলি করা হয়েছে।