দুর্নীতির প্রমাণ পাওয়ায় আগের কমিটি বাতিল হয়েছে।
Published : 17 Jun 2023, 02:37 PM
প্রবীণ হিতৈষী ও জরা বিজ্ঞান প্রতিষ্ঠানে (বাইগাম) দুর্নীতির অভিযোগে পদচ্যুতদের বিচারের আওতায় আনার দাবি জানিয়ে বিক্ষোভ সমাবেশ হয়েছে।
শনিবার সকালে ঢাকার আগারগাঁওয়ে এই সমাবেশ থেকে বাইগামের সাবেক আব্দুল মান্নান এবং মহাসচিব আমির হোসেন মোল্লার বিচারের দাবি জানান হয়।
এই দুজনের বিরুদ্ধে কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগ প্রমাণিত হওয়ায় কমিটি বাতিল করে সমাজ কল্যাণ অধিদপ্তর প্রশাসক নিযোগ করে।
সাবেক সচিব কাশেম মাসুদের সভাপত্বিতে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা ইন্তেজার রহমান, আব্দুল কুদ্দুস খান, লুৎফর রহমান, রফিক উল্যাহ পটোয়ারি, মো. কামাল, বিলকিস বেগম, ইউনুস মোল্লা, ফেরদৌদী বেগম মজুমদার। সঞ্চালনা করেন বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জাল হোসেন।
সমাবেশে অর্থ আত্মসাতে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়ে সাবেক পুলিশ কর্মকর্তা ইন্তেজার রহমান বলেন, “শুধু কমিটি বাতিল নয়, যাদের বিরুদ্ধে দূর্নীতির অভিযোগ প্রমাণিত হয়েছে, তাদের আইনের আওতায় এনে দৃষ্টামূলক শস্তি না হলে অনেকেই অপরাধ করার সুযোগ পাবে।”
বাইগামের বর্তমান প্রশাসক সমাজসেবা অধিদপ্তরের সামাজিক নিরাপত্তা বিভাগের পরিচালক মো. মোকতার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এই প্রতিষ্ঠানে বড় ধরনের দুর্নীতির অভিযোগ আসায় কমিটি বাতিল করে তাকে গত ফেব্রুয়ারি মাসে নিয়োগ দেওয়া হয়। পরে কমিটির দুজনের বিরুদ্ধে দূর্নীতি প্রমাণ পাওয়া যায়। এ সংক্রান্ত একটি প্রতিবেদন মন্ত্রণালয়ে জমা হয়েছে।
দূর্নীতির কারণে প্রতিষ্ঠানটি এখন বন্ধের উপক্রম উল্লেখ করে তিনি বলেন, “দূর্নীতির অভিযোগ প্রমাণিত হওয়ায় স্বাস্থ্য মন্ত্রণালয যে ফান্ড দিত, তা বন্ধ হয়ে গেছে। ফলে বেতন না দিতে পরায় এখানে অনেকে চাকরি ছেড়ে চলে গেছেন। অনেকে কষ্টে দিনাতিপাত করছেন। প্রতিষ্ঠানটি রুগণ প্রতিষ্ঠানে পরিণত হয়েছে।
“আগের কমিটি এফডিআরের ৪ কোটি টাকা ভাঙ্গিয়ে নিয়ম বহির্ভূতভাবে খরচ করেছেন। পিকনিকের নামের টাকা আত্মসাৎ করেছেন।”
তবে প্রতিষ্ঠানটিকে আগের অবস্থায় ফিরিয়ে আনার চেষ্টা চলছে জানিয়ে মোকতার বলেন, একটি ‘সুস্থ’ পরিবেশ এলেই নির্বাচনের মাধ্যমে নতুন কমিটিকে দায়িত্ব বুঝিয়ে দিয়ে তিনি চলে আসবেন।