বিএনপির ডাকা হরতাল-অবরোধে মধ্যে রাজধানীর মোহাম্মদপুর, আদাবরসহ কয়েকটি এলাকায় যানবাহনে আগুন ও ভাংচুরের অভিযোগে এক যুবদলনেতাসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে র্যাব।
গ্রেপ্তাররা হলেন মো. রাকিব শেখ (২৬), মো. মাসুম (৩২) ও মো. রাসেল (৩৮), মো. আলমগীর (৩৮) ও মো. জাহাঙ্গীর আলম (৫৫)।
তাদের মধ্যে রাকিব আদাবর থানার যুবদলের যুগ্ম আহ্বায়ক, তিনি আরও ৮ মামলার পলাতক আসামি।
রোববার রাতে কেরানীগঞ্জ এবং ঢাকার বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার করা হয় বলে র্যাব-২ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
সেখানে বলা হয়, গত কয়েক দিন ধরে বিএনপি ও বিভিন্ন রাজনৈতিক দলের ডাকা অবরোধ ও হরতালের মধ্যে রাকিব শেখের ‘নেতৃত্বে ও পরিকল্পনায়’ মোহাম্মদপুর, আদাবর, ধানমণ্ডি ও নিউ মার্কেট এলাকায় ‘সহিংসতা ও নাশকতা ঘটানো হয়।
“রাকিবের নেতৃত্বে তার সহযোগী সন্ত্রাসীরা মিলে মোহাম্মদপুর এলাকায় সড়ক অবরোধ করে যানবাহনে আগুন দেয়, ভাংচুর চালায়। এবং দেশীয় ধারালো অস্ত্র রিয়ে সাধারণ মানুষ এবং আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের জখম করে”, বলছে র্যাব।
গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।