দেহের ২৫ শতাংশজুড়ে আগুনের ক্ষত নিয়ে পাঁচ দিন টিকে ছিল আফসানা।
Published : 23 Aug 2023, 12:09 PM
অগ্নিকাণ্ডের দিনই মারা গিয়েছিলেন মা-বাবা; দেহে ২৫ শতাংশজুড়ে আগুনের ক্ষত নিয়ে প্রাণ বাঁচানোর লড়াইয়ে ছিল আফসানা; তবে সেই লড়াইয়ে হার মানতে হল।
শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে থাকা পাঁচ বছরের শিশুটি বুধবার সকালে মারা গেছে।
ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক তরিকুল ইসলাম জানান, আফসানার শরীরের ২৫ শতাংশ দগ্ধ হয়েছিল।
গ্যাসের আগুন: মায়ের পর বাবাও গেল, আফসানার চিকিৎসার কী হবে?
গত ১৭ অগাস্ট জুরাইনে নানার বাড়িতে গ্যাসের লিকেজ থেকে লাগা আগুনে দগ্ধ হয় আফসানা।
তার বাবা আতাহার আলী (৩৫) ও মা মুক্তা খাতুন (৩০) চিকিৎসাধীন অবস্থায় সেদিনই মারা গিয়েছিলেন। অগ্নিদগ্ধ হলেও চিকিৎসায় সেরে ওঠেন আফসানার নানা আলতাফ সিকদার ও নানী মর্জিনা বেগম।
আলতাফ শিকদার ঘুরে ঘুরে ছোলা বুট বিক্রি করেন। জুরাইন মাদবর বাজার সলিমুল্লাহ রোডের মান্নান মাস্টারের চতুর্থ তলা বাড়ির নিচ তলায় ভাড়া থাকেন তিনি।
স্ত্রী-সন্তান নিয়ে সম্প্রতি শ্বশুর বাড়িতে বেড়াতে এসেছিলেন আতাহার। তার মধ্যেই গত রোববার
রাতে ছোলা গরম করতে আগুন জ্বালাতেই পুরো বাড়িতে তা ছড়িয়ে পড়ে। দগ্ধ হন বাড়ির সবাই।