জাতীয় ফ্লুয়েন্সি অলিম্পিয়াডে বিজয়ী যারা

বাংলা উপস্থিত বক্তৃতা, ইংরেজিতে উপস্থিত বক্তৃতা, টার্ন দ্য কোট এবং স্পেলিং বি- এই চারটি ক্যাটাগরিতে প্রতিযোগিতা হয় এ আয়োজনে।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 March 2023, 05:55 AM
Updated : 12 March 2023, 05:55 AM

স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থীদের নিয়ে রাজধানীতে অনুষ্ঠিত হয়ে গেল বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল ভাব প্রকাশের প্রতিযোগিতা, ‘জাতীয় ফ্লুয়েন্সি অলিম্পিয়াড'।

শনিবার রাজধানীর মৌচাকে ভাষা শিক্ষার বিশেষায়িত প্রতিষ্ঠান লেটেন্ট ট্যালেন্ট ডিসকভারিং অ্যান্ড এমপ্লয়িং জোন (এলটিডিইজেড)-এর প্রধান কার্যালয়ে প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়।

‘সাবলীল কথা বলো, সুপ্ত প্রতিভার বিকাশ ঘটাও’ স্লোগান সামনে রেখে প্রথমবারের মত এমন আয়োজন হল বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে এলটিডিইজেড।

সারা দেশ থেকে বিভিন্ন স্কুল ও কলেজের এক হাজারের বেশি শিক্ষার্থী অনলাইনে বাছাই পর্বের প্রতিযোগিতায় অংশ নেয়। প্রথম দফায় বাছাইয়ের পর ১০০ জন চূড়ান্ত পর্বে সুযোগ পায়।

বাংলা উপস্থিত বক্তৃতা, ইংরেজিতে উপস্থিত বক্তৃতা, টার্ন দ্য কোট এবং স্পেলিং বি- এই চারটি ক্যাটাগরিতে প্রতিযোগিতা হয় এ আয়োজনে।

শিশু শ্রেণি থেকে তৃতীয় শ্রেণি পর্যন্ত গ্রুপ (ক), চতুর্থ থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত গ্রুপ (খ), নবম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত গ্রুপ (গ)– এই তিন ভাগে শিক্ষার্থীরা প্রতিযোগিতায় অংশ নেয়।

বিজয়ী যারা

বাংলা উপস্থিত বক্তৃতায় ক-গ্রুপে চ্যাম্পিয়ন হয় আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের সামলিনা ইসলাম জিয়ান ঝারতাজ। প্রথম ও দ্বিতীয় রানারআপ হয় যথাক্রমে আহরাজ আকবর চৌধুরী ও ইমতাজ হোসেন সাফির।

খ-গ্রুপে চ্যাম্পিয়ন হয় ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের আফিফা আদিবা আফরা। প্রথম ও দ্বিতীয় রানারআপ হয় যথাক্রমে ইরিনা শেখ রাফা ও মাহমুদ বিন-নূর।

গ-গ্রুপে চ্যাম্পিয়ন হয়েছে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী সুহিতা নাথ। প্রথম ও দ্বিতীয় রানারআপ হয় যথাক্রমে সংস্থীতা কর্মকার ভূমি ও মুন্তাসির তাসিন।

ইংরেজিতে উপস্থিত বক্তৃতায় ক-গ্রুপে চ্যাম্পিয়ন হয়েছে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী আবরার সাইফুল্লাহ। প্রথম ও দ্বিতীয় রানারআপ হয় যথাক্রমে সামলিনা ইসলাম জিয়ান ঝারতাজ ও আহরাজ আকবর চৌধুরী।

খ-গ্রুপে চ্যাম্পিয়ন হয় সাভার ক্যান্টনমেন্ট বোর্ড গার্লস হাই স্কুলের নাজরাতুল মাইশা মিরা। প্রথম ও দ্বিতীয় রানারআপ হয় যথাক্রমে সামিয়া ইসলাম পূর্ণতা ও ইরিনা শেখ রাফা।

গ-গ্রুপে চ্যাম্পিয়ন হয় ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী সংস্থীতা কর্মকার ভূমি। প্রথম ও দ্বিতীয় রানারআপ হয় যথাক্রমে রুফাইদা তাসনিম ফারহা ও মুন্তাসির তাসিন।

টার্ন দ্য কোট প্রতিযোগিতায় ক-গ্রুপে চ্যাম্পিয়ন হয় জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের দিশান রয় দুর্জয়। প্রথম ও দ্বিতীয় রানারআপ হয় যথাক্রমে সামলিনা ইসলাম জিয়ান ঝারতাজ ও মিসকাত ইসলাম নাহিয়ান।

খ-গ্রুপে চ্যাম্পিয়ন হয় আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী আহনাফ ইন্তিসার শান ও শ্রীপর্ণা পাল। প্রথম রানারআপ হয় নাচিয়াত ইসলাম নাবা। দ্বিতীয় রানারআপ হয় সাফওয়ান কবির ও ইয়াশফা বিভা।

গ-গ্রুপে চ্যাম্পিয়ন হয় ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী সুহিতা নাথ। রানারআপ হয়েছেন মুন্তাসির তাসিন।

স্পেলিং বি প্রতিযোগিতায় ক-গ্রুপে চ্যাম্পিয়ন হয় নেভি অ্যাঙ্করেজ স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী রিয়ান গুপ্তা। প্রথম ও দ্বিতীয় রানারআপ হয় সাউদা সালসাবিল জান্নাহ ও জুন্নুরাইন আলিফা।

খ-গ্রুপে চ্যাম্পিয়ন হয় আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী শ্রীপর্ণা পাল। প্রথম ও দ্বিতীয় রানারআপ হয় সামিয়া ইসলাম পূর্ণতা ও সাফওয়ান কবির।

গ-গ্রুপে চ্যাম্পিয়ন হয় ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী সাংস্থীতা কর্মকার ভূমি। প্রথম ও দ্বিতীয় রানারআপ হয় আহনাফ আবিদ রুহি ও সিলভিয়া আনোয়ার।

ফ্লুয়েন্সি অলিম্পিয়ডের সভাপতি শাহরিয়ার ইমন বলেন, “ভাষা বা কথা বলার ধরন হলো মানুষের সবচেয়ে গুরুত্বপূর্ণ যোগাযোগের মাধ্যম। মানুষের সামনে কথা বলতে গেলেই আমাদের জড়তা, লজ্জা ও ভয় চলে আসে। তাই শিক্ষার্থীদের সবচেয়ে গুরুত্বপূর্ণ এই মাধ্যমে দক্ষতা বৃদ্ধিতে উৎসাহিত করাই এ প্রতিযোগিতার বড় লক্ষ্য ছিল।

"আমরা চাই, স্কুলগুলোতে ছোট বেলা থেকে ভাষার সবলীলতা শেখানো হোক। এতে করে শিক্ষার্থীরা কর্ম জীবনে আরও বেশি দক্ষতার পরিচয় দেবে।"

আয়োজক প্রতিষ্ঠান এলটিডিইজেডের চেয়ারপারসন আরিফা বারী বলেন, “মেধার উন্নয়নে আমরা সবসময়ই এগিয়ে আসি। আমরা দ্রুত সময়ে ইংরেজিতে কথা বলা শেখানোর প্রতিষ্ঠান হলেও শিক্ষার্থীরা মাতৃভাষা বাংলার সাবলীল চর্চার সুযোগও এখানে পায়।”