খবর পেয়ে খিলগাঁও ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলের পৌঁছে যায়। তবে তার আগেই স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলেন।
Published : 06 Dec 2023, 09:47 AM
বিএনপির ডাকা অবরোধের মধ্যে রাজধানীর খিলগাঁও তালতলায় ব্যাংক কর্মীদের বহনকারী বিআরটিসির একটি বাসে আগুন দেওয়া হয়েছে।
বুধবার সকাল সাড়ে ৮টার দিকে অগ্রণী ব্যাংকের ওই স্টাফ বাসে আগুন দেওয়া হয় বলে ফায়ার সার্ভিস অধিদপ্তরের কর্মকর্তা শাহজাহান শিকদার জানান।
তিনি বলেন, খবর পেয়ে খিলগাঁও ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলের পৌঁছে যায়। তবে তার আগেই স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলেন। এ ঘটনায় কেউ আহত হননি।
নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আন্দোলনরত বিএনপির ডাকে দশম দফায় ৪৮ ঘণ্টার অবরোধ শুরু হয়েছে বুধবার সকাল ৬টা থেকে, যা শুক্রবার সকাল ৬টা পর্যন্ত চলবে।
গত ২৮ অক্টোবর ঢাকায় বিএনপির সমাবেশের দিনে সংঘর্ষের পর থেকেই ধাপে ধাপে হরতাল-অবরোধের কর্মসূচি দিয়ে আসছে দলটি। এই কর্মসূচির মধ্যে প্রতিদিনই যানবাহনে আগুন দেওয়ার মত নাশকতার ঘটনা ঘটছে।