“পাঁচজন শিক্ষার্থী জরুরি বিভাগে চিকিৎসাধীন। তারা গরমের থেকে এই অসুস্থ হয়েছেন, না কিছু খেয়েছেন, তা চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা করছেন।”
Published : 27 Aug 2023, 04:14 PM
সিজিপিএর শর্ত শিথিল করে তিন বিষয় পর্যন্ত মানোন্নয়ন পরীক্ষা দিয়ে পরবর্তী বর্ষে যাওয়ার সুযোগ চেয়ে আবারো নীলক্ষেত মোড় অবরোধ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সাত সরকারি কলেজের শিক্ষার্থীরা।
রোববার দুপুর ১২টা থেকে এই অবরোধ চলার মধ্যেই পাঁচজন শিক্ষার্থীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
আন্দোলনরত শিক্ষার্থীদের কেউ কেউ বলেছেন, ‘বিষপানে অসুস্থ হয়ে পড়ায়’ ওই পাঁচজনকে হাসপাতালে নিতে হয়েছে। আবার কয়েকজন বলেছেন, ওই ছাত্ররা ‘বিষপানের চেষ্টা’ করেছিলেন, তারা বাধা দিয়েছেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আলাউদ্দিন বলেন, কয়েকজন শিক্ষার্থী অসুস্থ হয়ে জরুরি বিভাগে এসেছেন। তাদের মধ্যে শাহরিয়ার মাহমুদ অপু (২৪) ও তাকিবুর রহমান বাপ্পি (২৫) নামের দুজনকে মেডিসিন বিভাগে ভর্তি করা হয়েছে।
“তারা কী খেয়েছেন তা বলছেন না। তাই তাদের স্টোমাক ওয়াশও করা যাচ্ছে না। তাই মেডিসিন বিভাগে ভর্তি করা হয়েছে।”
বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন বলে জানান ডা. আলাউদ্দিন।
তাদেরকে হাসপাতালে নিয়ে আসা এক শিক্ষার্থী বলেন,ভর্তি করানো দুজনের মুখে হেক্সসলের গন্ধ বের হচ্ছে।
অপু ঢাকা কলেজের আর বাপ্পি কবি নজরুল সরকারি কলেজের শিক্ষার্থী।
আন্দোলনরত শিক্ষার্থীরা বেলা ১২টা থেকে নীলক্ষেত মোড়ে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। বার বার রাস্তা অবরোধ করেও দাবি পূরণ না হওয়ায় এবার তারা কর্মসূচির নাম দিয়েছেন ‘গণ-আত্মহনন কর্মসূচি’।
সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থী ওসমান গনি বলেন, “এক দফা দাবিতে আমরা গত তিন মাস ধরে আন্দোলন করছি। বেশ কয়েক বার রাস্তা অবরোধ করেছি। আমাদের বার বার আশ্বাস দিয়েও দাবি মানা হচ্ছে না।
“শেষ পর্যন্ত আমরা আত্নহননের মতো কর্মসূচিতে যেতে বাধ্য হয়েছি। বিষপান করে আমাদের কয়েকজন শিক্ষার্থী হাসপাতালে ভর্তি হয়েছে। আমাদের শিক্ষার্থীদের কিছু হলে এর দায় সাত কলেজের সমন্বয়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে নিতে হবে।”
এদিকে অবরোধ কর্মসূচির কারণে মিরপুর রোডের সায়েন্স ল্যাবরেটরি থেকে আজিমপুর এবং আজিমপুর থেকে সায়েন্স ল্যাবরেটরি অভিমুখী সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। ফলে ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ।
নির্ধারিত সিজিপিএর শর্ত শিথিল করে তিন বিষয় পর্যন্ত মানোন্নয়ন পরীক্ষা দিয়ে পরবর্তী বর্ষে যাওয়ার (প্রমোশন) সুযোগের দাবিতে গত তিন মাস ধরে নানা কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। এর আগে ২২ আগস্ট তাঁরা নীলক্ষেত মোড় অবরোধ করেছিলেন।
আন্দোলনরত এক শিক্ষার্থী বলেন, “আমরা ইতিমধ্যে পরবর্তী বর্ষের প্রস্তুতি নিয়েছি এবং ইনকোর্স ও টেস্ট পরীক্ষা সম্পন্ন করেছি। অনেকের ফল খারাপ হয়েছে। অর্থাৎ প্রমোশনের জন্য নির্ধারিত সিজিপিএ ২ পাননি। তাই আমরা নির্ধারিত সিজিপিএর শর্ত শিথিল করে তিন বিষয় পর্যন্ত মানোন্নয়ন পরীক্ষার মাধ্যমে পরবর্তী বর্ষে প্রমোশন চাই।"