পেশাদার মাদক চক্রের সদস্য হায়দারের নামে মাদকের দুটি মামলা আছে বলে জানিয়েছে র্যাব।
মাদক মামলায় যাবজ্জীবন দণ্ড মাথায় নিয়ে পালিয়ে থাকা এক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব।
শুক্রবার ভোর ৪টার দিকে গাজীপুরের কাশিমপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার হয় বলে র্যাব-২ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
ওই ব্যক্তির নাম আব্দুল আহাদ ওরফে লিমন (৩৪)। ২০১৪ সালে মাদকসহ ধরা পড়লে লালমনিরহাট সদর থানায় তার বিরুদ্ধে মামলা হয়েছিল।
র্যাব জানায়, দুই বছর জেল খেটে জামিনে বের হয়ে আত্মগোপন করেন লিমন। এর মধ্যে মাদক মামলায় বিচার কাজ শেষে আদালত তাকে যাবজ্জীবন দণ্ড দেয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়াতে সাত বছর ধরে ছদ্মবেশে অটোরিকশা চালানো ও রাজমিস্ত্রি পেশার আড়ালে মাদকের কারবার করে আসছিলেন লিমন। মাদক বেচাকেনার অভিযোগে তার বিরুদ্ধে আরও তিনটি মামলা রয়েছে।