বুধবার সকালে ১৩টি লঞ্চ সদরঘাট থেকে ছেড়ে গেছে। আর দক্ষিণের জেলাগুলো থেকে এসেছে ৩৫টি।
Published : 15 Nov 2023, 11:55 AM
পঞ্চম দফায় বিএনপির ডাকা অবরোধের মধ্যেও ঢাকার সদরঘাট থেকে দক্ষিণের পথে চলাচল করছে লঞ্চ।
তবে যাত্রী কম থাকায় বুধবার বেলা ১১টা পর্যন্ত নির্ধারিত তিনটি লঞ্চ ছেড়ে যায়নি বলে জানিয়েছেন বিআইডব্লিউটিএ’র পরিবহন পরিদর্শক মো. মিজানুর রহমান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, সকালে ১৩টি লঞ্চ সদরঘাট থেকে ছেড়ে গেছে। আর দক্ষিণের জেলাগুলো থেকে এসেছে ৩৫টি।
সদরঘাট থেকে চাঁদপুরের উদ্দেশে ছেড়ে গেছে ইমাম হাসান, সোনার তরী-২, বোগদাদীয়া-৮, আর ভোলার ইলিশার দিকে গেছে দোয়েল পাখি-১০ ও কর্ণফুলী-১৪।
শরীয়তপুরের ঈদগাঁও ফেরিঘাটের দিকে মিতালী-৫, চরভৈরবী ঘাটের দিকে জামাল-৪ ও হাটুরিয়ার দিকে স্বর্ণদ্বীপ-৮ ও বোগদাদীয়া-৬ এবং নড়িয়ার দিকে ছেড়ে যায় গাজী এক্সপ্রেস-৪। বরিশালের মুলাদীর দিকে ছেড়ে গেছে সেভেনে সি, মৃধারহাটের দিকে গেছে শরীয়তপুর-১ ।
মঙ্গলবার সারা দিনে সদরঘাট থেকে ছেড়ে যায় ৬১টি লঞ্চ। আর দক্ষিণের জেলাগুলো থেকে সদরঘাটে ভিড়ে ৬২টি লঞ্চ।
বিআইডব্লিউটিএ কর্মকর্তা মিজানুর বলেন, অবরোধের আগের দিন যাত্রী ও লঞ্চ চলাচলে বেশ গতি ছিল। কিন্তু বুধবার আবারও যাত্রী কমে গেছে।
অপরদিকে লঞ্চে অগ্নিসংযোগের মাধ্যমে নাশকতার পরিকল্পনার অভিযোগে বরিশাল মহানগর ছাত্রদলের সভাপতি রেজাউল করিমসহ দুইজনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে র্যাব।