প্রাথমিকে শিক্ষক নিয়োগ: প্রথম ধাপে নির্বাচিত ২৪৯৭ প্রার্থী

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে ফলাফল পাওয়া যাবে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 Feb 2024, 10:11 AM
Updated : 27 Feb 2024, 10:11 AM

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের প্রথম ধাপের লিখিত ও মৌখিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে ২ হাজার ৪৯৭ জন প্রার্থী প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছেন। 

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় মঙ্গলবার বিকেলে এক বিজ্ঞপ্তিতে এই ফল প্রকাশ করে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় (www.mopme.gov.bd) এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে (www.dpe.gov.bd)  এই ফলাফল পাওয়া যাবে। উত্তীর্ণ প্রার্থীরা মোবাইলে এসএমএসও পাবেন।

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের প্রথম ধাপে ২০২৩ সালের ৮ ডিসেম্বর বরিশাল, সিলেট ও রংপুর বিভাগের ১৮ জেলায় লিখিত পরীক্ষা হয়। 

৩ লাখ ৬০ হাজার ৬৯৭ জন পরীক্ষার্থীর মধ্যে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হন ৯ হাজার ৩৩৭ জন। মৌখিক পরীক্ষা শেষে চূড়ান্ত ফলে তাদের ২ হাজার ৪৯৭ জন নির্বাচিত হয়েছেন।