সংসদের বাজেট অধিবেশন শুরু হচ্ছে বুধবার

এবার বাজেটের আকার ৭ লাখ ৬০ হাজার কোটি টাকা হতে যাচ্ছে বলে আভাস মিলেছে।

সংসদ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 May 2023, 03:33 PM
Updated : 30 May 2023, 03:33 PM

একাদশ জাতীয় সংসদের ২৩তম অধিবেশন শুরু হতে যাচ্ছে, এই অধিবেশনেই ২০২৩-২৪ অর্থবছরের বাজেট পাস হবে।

বুধবার শুরু হতে যাওয়া এই অধিবেশনে পরদিনই বাজেট প্রস্তাব উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

এবার বাজেটের আকার ৭ লাখ ৬০ হাজার কোটি টাকা হতে যাচ্ছে বলে আভাস মিলেছে।

রাজস্ব আদায় বাড়ানো, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, আইএমএফসহ উন্নয়ন সহযোগীদের দেওয়া বিভিন্ন সংস্কার প্রস্তাব বাস্তবায়ন ও উচ্চ প্রবৃদ্ধি বজায় রাখা এবারের বাজেটের মূল চ্যালেঞ্জ হিসেবে থাকছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

অন্যবার মাসের একবারে শেষ দিকে বাজেট পাস হলেও কোরবানির ঈদের কারণে এবার আগামী ২৫ জুন বাজেট পাস হতে পারে বলে সংসদ সচিবালয়ের কর্মকর্তারা জানিয়েছেন।

গত বছরের ৯ জুন ২০২২-২৩ অর্থবছরের জন্য ৬ লাখ ৭৮ হাজার ৬৪ কোটি টাকার বাজেট সংসদে উপস্থাপন করা হয়েছিল।

অর্থনীতির নানামুখী চ্যালেঞ্জের সঙ্গে জাতীয় নির্বাচনের মাস ছয়েক আগে বর্তমান আওয়ামী লীগ সরকারের শেষ বাজেটও হতে যাচ্ছে এটি। এবারেরটি নিয়ে মুস্তফা কামাল সংসদে পঞ্চম বাজেট উপস্থাপন করবেন।

বৃহস্পতিবার বিকাল ৩টায় অধিবেশন শুরু হবে।

বুধবার বিকাল ৫টায় শুরু হবে সংসদের কার্যক্রম। তার আগে বিকাল ৪টায় বৈঠকে বসবে সংসদের কার্যউপদেষ্টা কমিটি। সেই বৈঠকে বাজেট পেশের সময়, সম্পূরক ও মুল বাজেটের উপর আলোচনার সময়কাল, পাসের দিনক্ষণসহ সংসদের মেয়াদ ঠিক হবে।

বিকাল ৫টায় স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশন শুরু হবে। এরপর শোক প্রস্তাবের উপর আলোচনা শেষে অন্যান্য কার্যক্রম স্থগিত করে মুলতবি হবে অধিবেশন।

সংসদের কোনো সদস্যের মৃত্যুর পর শোক প্রস্তাব গ্রহণের পর অধিবেশন মুলতবি রাখার রেওয়াজ আছে।

ঢাকা-১৭ আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ফারুক গত ১৫ মে মারা যান।