রানির বিদায়ে অভিভাবক হারালাম: শোক বইয়ে শেখ হাসিনা

ঢাকায় ব্রিটিশ হাই কমিশনারের বাসায় খোলা শোক বইয়ে স্বাক্ষর করেন প্রধানমন্ত্রী।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 Sept 2022, 01:13 PM
Updated : 13 Sept 2022, 01:13 PM

ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে অভিভাবক ও পরামর্শক হারানোর অনুভূতি প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার ঢাকায় ব্রিটিশ হাই কমিশনারের বাসায় খোলা শোক বইয়ে স্বাক্ষর করে এমন অনুভূতি প্রকাশ করেন বাংলাদেশের সরকার প্রধান।

ব্রিটেনের রানি ও কমনওয়েলথের প্রধান দ্বিতীয় এলিজাবেথ ৯৬ বছর বয়সে গত বৃহস্পতিবার মারা যান। আগামী ১৯ সেপ্টেম্বর রানির অন্ত্যেষ্টিক্রিয়ায় প্রধানমন্ত্রীর যোগ দেওয়ার কথা রয়েছে।

শোক বইয়ে শেখ হাসিনা লিখেছেন, “বাংলাদেশে আমরা রানির সফরের স্মৃতি এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে তার মমতা ও স্নেহপূর্ণ বাণী আমরা সবসময় লালন করব। তার বিদায়ে আমি ব্যক্তিগতভাবে একজন অভিভাবক ও পরামর্শককে হারালাম।”

বাংলাদেশের সরকার, জনগণ ও নিজের পক্ষ থেকে রানির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে তিনি আরও লেখেন, “মহামহিম রানি গত ৭০ বছর ধরে কমনওয়েলথ ও সারা বিশ্বের জন্য মর্যাদা, সেবা ও প্রজ্ঞার অবিচল প্রতীক হিসাবে ছিলেন।

“রানির বিদায়ের অপূরণীয় ক্ষতিতে যুক্তরাজ্যের বন্ধুত্বপূর্ণ জনগণ, রাজত্ব ও কমনওয়েলথের সঙ্গে মিলে আমরা শোক প্রকাশ করছি।”

রানির বিদেহি আত্মার শান্তি কামনার পাশাপাশি শোকসন্তপ্ত রাজ পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা প্রকাশ করেন শেখ হাসিনা।

Also Read: রানি দ্বিতীয় এলিজাবেথের জীবনাবসান