সমুদ্র বন্দরগুলোকে ৩ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে।
Published : 08 Sep 2022, 06:43 PM
বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এ কারণে ঝড়ো হাওয়ার শঙ্কায় দেশের সমুদ্র বন্দরগুলোকে ৩ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে।
এদিকে দেশের বিভিন্ন অঞ্চলে তাপপ্রবাহ চললেও বৃষ্টি বেড়ে তা প্রশমনের আশাও দেখিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
অধিদপ্তরের বৃহস্পতিবারের পূর্বাভাসে বলা হয়, পূর্ব মধ্য-বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় লঘুচাপটি সৃষ্টি হয়েছে। লঘুচাপটি আরও ঘনীভূত হতে পারে। এতে উত্তর বঙ্গোপসাগর ও এর সংলগ্ন এলাকায় গভীর সঞ্চারণশীল মেঘমালা সৃষ্টি হচ্ছে। দেশের সমুদ্রবন্দর ও উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।
এজন্য চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।
আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম বলেন, “লঘুচাপটি আরও ঘনীভূত হয়ে নিম্নচাপেও রূপ নিতে পারে। এতে দক্ষিণাঞ্চলের উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়ার পরিস্থিতি আরও অবনতি হতে পারে।”
এবার কম বর্ষণের বর্ষাকাল পেরিয়ে শরতে এসে বিভিন্ন স্থানে বৃষ্টি হলেও গরম কমছে না। কারণ দেশের অন্তত এক ডজন জেলায় মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।
তবে রাজধানী ঢাকাসহ বিভিন্ন এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অব্যাহত থাকার আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এতে মৃদু তাপপ্রবাহ প্রশমিত হচ্ছে।
তবে কুমিল্লা, চাঁদপুর, সাতক্ষীরা ও যশোরে মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে বলে জানান আবহাওয়াবিদ শাহীনুল।
পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণ হতে পারে।