ঝগড়াকালে বোনের বুকে ছুরি মেরে পালিয়ে যান ওই যুবক বলে স্বজনরা জানান।
Published : 21 Aug 2023, 10:09 PM
ঢাকার যাত্রাবাড়ীতে মাদকাসক্ত এক যুবকের ‘ছুরিকাঘাতে’ তার বড় বোন নিহত ও বাবা আহত হয়েছেন বলে স্বজনরা জানিয়েছেন।
সোমবার সন্ধ্যায় ঝগড়াকালে বোন আয়েশা আক্তারের (৪৫) বুকে ছুরি মেরে এবং বাবাকে আহত করার পর রবিন নামের ত্রিশোর্ধ্ব ওই যুবক বাসা থেকে পালিয়ে যান।
ওই যুবকের বোন ও পিতা মোখলেছুর রহমানকে (৭০) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনার পর কর্তব্যরত চিকিৎসক আয়েশাকে মৃত ঘোষণা করেন বলে জানান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মোঃ বাচ্চু মিয়া।
তিনি জানান, তাদের পিতার হাত কেটে গেছে। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এবং মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
রবিনের পিতা মোখলেছুর হাসপাতালে সাংবাদিকদের জানান, তার ছেলে রবিন মাদকাসক্ত। বাসায় ঝগড়া করে ধারালো চাকু দিয়ে তার বোন আয়েশাকে বুকে ছুরিকাঘাত করে। মোখলেছুর ফেরাতে গেলে তার হাতে লাগে।
তিনি বলেন, সোমবারই রবিনকে মাদকাসক্ত পুনর্বাসন কেন্দ্রে দেওয়ার কথা ছিল। এ নিয়েই সে ঘটনাটি ঘটিয়েছে বলে তার ধারণা।
নিহত আয়েশার মেয়ে সাইফুন নাহার জানান, তার মামা পাগল। মায়ের বুকে ছুরি মেরে পালিয়ে যান।
তার বাবা কামাল হোসেন ইতালিতে থাকেন। তারা মায়ের সঙ্গে নানা বাড়িতে থাকতেন।