পররাষ্ট্র মন্ত্রণালয়ে নিয়োগ পেলেন সংবাদ পাঠিকা মিথিলা ফারজানা

আগামী দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে তাকে।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 Nov 2023, 04:09 PM
Updated : 8 Nov 2023, 04:09 PM

বেসরকারি একাত্তর টিভির সংবাদ পাঠিকা ও উপস্থাপক মোবাশ্বিরা ফারজানা মিথিলাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনকূটনীতি অনুবিভাগে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার। 

আগামী দুই বছরের জন্য তাকে ওই অনুবিভাগে পরিচালক/কাউন্সেলর পদে চুক্তিতে নিয়োগ দিয়ে বুধবার প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।   

অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে তাকে ওই পদে নিয়োগ দেওয়া হয়েছে বলে প্রজ্ঞাপনে বলা হয়। 

সংবাদ পাঠিকা ও উপস্থাপক মিথিলা একাত্তর টিভিতে হেড অব কারেন্ট অ্যাফেয়ার্স হিসেবে দায়িত্ব পালন করছেন।     

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলী সাবরীন বর্তমানে জনকূটনীতি অনুবিভাগের মহাপরিচালকের দায়িত্ব আছেন। এ বিভাগে বর্তমানে ছয়জন কাজ করছেন।

২০২০ সালে মন্ত্রণালয়ের বহিঃপ্রচার অনুবিভাগের নাম বদলে ও কাজের পরিধি বাড়াতে জনকূটনীতি নামে এ অনুবিভাগ চালু করা হয়।

এর উদ্দেশ্য হিসেবে তখন বলা হয়েছিল, দেশে ও বিদেশে বসবাসরত বাংলাদেশি জনগণকে সরকারের পররাষ্ট্রনীতি সম্পর্কে অবহিত করা এবং দেশি ও আন্তর্জাতিক পরিমণ্ডলে নেতিবাচক প্রচারণার বিপরীতে ইতিবাচক ও সঠিক ভাবমূর্তি গড়ে তোলার লক্ষ্যে জনকূটনীতি অনুবিভাগ কাজ করবে।