যাত্রাবাড়ীতে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু

দুই বন্ধু মোটরসাইকেলে করে বিশ্ববিদ্যালয়ে যাওয়ার পথে দুর্ঘটনায় পড়েন।

ঢাকা মেডিকেল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 Feb 2023, 06:43 AM
Updated : 23 Feb 2023, 06:43 AM

রাজধানীর যাত্রাবাড়ীতে বাসের ধাক্কায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাণ গেছে, আহত হয়েছেন আরেকজন।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে কাজলা ভাঙা প্রেস এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।

নিহত মো. ওমর ফারুক পলক (২৪) এবং আহত জুয়েল রানা (২২) দুজনই মুগদার বাংলাদেশ ইসলামি ইউনিভার্সিটির বিবিএ এর শিক্ষার্থী। মোটরসাইকেলে করে বিশ্ববিদ্যালয়ে যাওয়ার সময় তারা দুর্ঘটনায় পড়েন। 

কাজলা ভাঙা ব্রিজ এলাকায় আশিয়ান সিটি বাসের ধাক্কায় গুরুতর আহত হন তারা। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক সকাল পৌনে দশটার দিকে পলককে মৃত ঘোষণা করেন।

আহত জুয়েল রানা হাসপাতালে ভর্তি আছেন। তার পা ভেঙে গেছে বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল পুলিশ ফাড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া।

হাসপাতালে আসা পলকের মামার বন্ধু নাদিম হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ওরা দুজন একই সেমিস্টারে পড়ত। ভার্সিটিতে যাওয়ার জন্য সকালে জুরাইন থেকে মোটরসাইকেল নিয়ে বেরিয়েছিল ওরা।”

পলকদের গ্রামের বাড়ি চট্টগ্রামের মিরসরাইয়ে, বাবার নাম মমিনুল হক। আহত জুয়েলের বিষয়ে বিস্তারিত জানা যায়নি।