এবারও এসএসসি ও সমমানের পরীক্ষার ফলের ভিত্তিতে একাদশ শ্রেণিতে শিক্ষার্থীদের ভর্তি করা হবে।
Published : 01 Aug 2023, 12:55 PM
এসএসসি ও সমমানের পরীক্ষায় পাস করা শিক্ষার্থীদের একাদশ শ্রেণিতে ভর্তির জন্য অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হবে আগামী ১০ অগাস্ট, চলবে ২০ অগাস্ট পর্যন্ত।
সোমবার একাদশ শ্রেণিতে ভর্তির নীতিমালা সংক্রান্ত এক সভায় এ সিদ্ধান্ত হয়।
আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ১৫০ টাকা আবেদন ফি দিয়ে আগামী ১০ অগাস্ট শিক্ষার্থীরা কলেজে ভর্তির জন্য আবেদন করতে পারবে।
এই ফি দিয়ে প্রত্যেক শিক্ষার্থী তার পছন্দ অনুযায়ী সর্বনিম্ন পাঁচটি এবং সর্বোচ্চ ১০টি শিক্ষা প্রতিষ্ঠানের নাম দিতে পারবে আবেদনের সময়।
এবারও এসএসসি ও সমমানের পরীক্ষার ফলের ভিত্তিতে একাদশ শ্রেণিতে শিক্ষার্থীদের ভর্তি করা হবে।
আগামী ৮ অক্টোবর থেকে একাদশ শ্রেণিতে ক্লাস শুরু হবে বলে জানান অধ্যাপক তপন।
গত শুক্রবার এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এ বছর ১১টি শিক্ষা বোর্ডে ২০ লাখ ৪১ হাজার ৪৫০ জন শিক্ষার্থী এ পরীক্ষায় অংশ নেয়, তাদের মধ্যে ১৬ লাখ ৪১ হাজার ১৪০ জন পাস করেছে।
নয়টি শিক্ষা বোর্ড এবং মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এ বছর পাস করেছে ৮০ দশমিক ৩৯ শতাংশ শিক্ষার্থী, জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৮৩ হাজার ৫৭৮ জন।
দেশের সরকারি ও বেসরকারি কলেজগুলোতে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য ২৫ লাখের মত আসন রয়েছে। যেহেতু পাস করা শিক্ষার্থীর তুলনায় আসন সংখ্যা অনেক বেশি, তাই আসন নিয়ে শিক্ষার্থীদের শঙ্কার কিছু নেই বলে জানাচ্ছে কর্তৃপক্ষ।