নাশকতাকারীদের তথ্য দিলে পুরস্কারের ঘোষণা।
Published : 07 Jan 2024, 12:27 AM
ভোট ঘিরে নাশকতা চলতে থাকলেও নিরাপত্তা নিয়ে ভোটারদের আশ্বস্ত করেছেন পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।
তার ভাষ্য, নির্বাচন সুষ্ঠু করতে পুলিশ সর্বোচ্চ সতর্ক থাকবে। আর নাশকতাকারীদের তথ্য দিলে ২০ হাজার থেকে তিন লাখ টাকা বা খবরের ধরন অনুযায়ী এর চেয়েও বেশি টাকা পুরস্কার দেওয়া হবে।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগ মুহূর্তে শনিবার রাতে রাজধানীর সিদ্ধেশ্বরী গার্লস কলেজ ভোটকেন্দ্র পরিদর্শনের পর সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
আইজিপি বলেন, “নির্বাচন উৎসবমুখর করতে পুলিশ সব রকম প্রস্তুতি নিয়েছে। আমাদের মোবাইল টিম, স্ট্রাইকিং ফোর্স, ডগ স্কোয়াড, র্যাবের হেলিকপ্টারসহ পুলিশের যতো সামগ্রী ও জনবল আছে, সবই প্রয়োগ করা হবে।”
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শনিবার সকাল ৬টা থেকে বিএনপির ৪৮ ঘণ্টার হরতাল শুরু হয়েছে। এর আগের রাত শুক্রবার ৯টার দিকে ঢাকার ঢোকার মুখে আগুনে বেনাপোল এক্সপ্রেসের চারটি বগি পুড়ে যায়।
তাতে চারজনের মৃত্যু হয়, দগ্ধ অবস্থায় একজনকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।
এর আগে ১৯ ডিসেম্বর ভোরে ঢাকার তেজগাঁও এলাকায় মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনে আগুনে পুড়ে এক নারী ও তার শিশু সন্তানসহ চারজন মারা যান। যাত্রীবেশে ট্রেনে উঠে সেখানে আগুন দেওয়া হয়েছিল বলে পুলিশের তরফ থেকে সে সময় জানানো হয়েছিল।
এ ট্রেনেরই সাতটি বগি ১৩ ডিসেম্বর গাজীপুরের ভাওয়াল ও রাজেন্দ্রপুর রেল স্টেশনের মধ্যবর্তী বনখড়িয়া এলাকায় লাইনচ্যুত হয়েছিল। সেদিন রেললাইন কেটে ফেলায় ওই ঘটনা ঘটে, যাতে এক যাত্রীর প্রাণহানিও হয়েছিল।
আইজিপি বলেন, “গাজীপুরে যে নাশকতার ঘটনা ঘটেছিল, সেটির রহস্য আমরা উদঘাটন করেছি। সেখানে কারা জড়িত তা জাতির কাছে পরিষ্কার হয়েছে। আমরা মাগুরাতে একজনকে ধরেছি।
“তার মোবাইল ফোন থেকে জানা যায়, তাদের নির্দেশনা দেওয়া হয়েছে ভোটের দিন ও আগের দিন পটকা-ককটেল ফুটিয়ে আতঙ্ক তৈরির কথা বলা হয়েছে; মানুষ যাতে ভোট দিতে বের না হয়। কিছু জায়গায় তারা করেছে। তবে আমরা বলতে চাই, তাদের সেই প্রচেষ্টা ব্যর্থ হয়েছে; যেখানেই হয়েছে, তাদের প্রতিহত করা হয়েছে।”
নাশকতা, নির্বাচন বাধা বা আইনশৃঙ্খলা পরিস্থিতি নষ্ট করার মতো কোনো বিষয় নজরে এলে সঙ্গে সঙ্গে পুলিশকে বা ৯৯৯ এ জানানোর অনুরোধ করেন পুলিশপ্রধান।
বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুনের ঘটনার তদন্তের অগ্রগতির বিষয়ে তিনি বলেন, “আমরা কিছু আসামি গ্রেপ্তার করেছি। তাদেরকে আমরা জিজ্ঞাসাবাদ করছি। তদন্তের স্বার্থে এখনি আমরা এ বিষয়ে কিছু বলতে চাচ্ছি না।”
ট্রেনের ভেতর থেকে এই নাশকতা করা হয়েছে না বাইরে থেকে আগুন ছুঁড়ে দেওয়া হয়েছে, জানতে চাইলে আইজিপি বলেন, “আমরা এটা এখনও তদন্ত করছি। আপাত দৃষ্টিতে মনে হয় ভেতর থেকে। তারপরও এখন আমরা নিশ্চিত করে বলছি না।”
নাশকতার বিষয়ে গোয়েন্দা তথ্য ছিল, আগেও নাশকতা হয়েছে। আবারও একই রকম নাশকতায় প্রাণহানির ঘটনাকে নিরাপত্তা ব্যবস্থার ঘাটতি হিসেবে দেখছেন কি না, এমন প্রশ্নের উত্তরে জানতে চাইলে তিনি বলেন, “নিরাপত্তার ঘাটতি ছিল না। দুষ্কৃতিকারীরা তো কাউকে জানিয়ে কিছু করে না, এরা হঠাৎ করে করে। আমাদের লোকজন সব জায়গায় ছিল।
“তারা (দুষ্কৃতিকারীরা) হঠাৎ করে ঘটনা ঘটিয়ে পালিয়ে গেছে। যখনই এই ঘটনা বিষয়ে তথ্য পাব, তখনই জানাব। তবে তাদের দেশব্যাপী কিছু করার মতো সামর্থ্য নেই।”
নাশকতাকারীদের বিষয়ে পুলিশপ্রধান বলেন, “আগামীকালের নির্বাচন নিয়ে কোনো বড় ধরনের কিছু করার সুযোগ পাবে না। কারণ দেশবাসীর সবাই ভোট প্রদানোর জন্য প্রস্তুত রয়েছেন।
“দেশবাসী নাশকতাকারীদের প্রতিহত করবে, আমরা তাদের সাহায্য করতে প্রস্তুত থাকব।”